যুক্তরাষ্ট্রে ১৭ হাজার অভিবাসীর ড্রাইভিং লাইসেন্স বাতিল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪:২৫, ১৪ নভেম্বর ২০২৫
কালিফোর্নিয়ার ড্রাইভিং লাইসেন্স, ছবি : ফেসবুক
যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে বাড়তে থাকা কড়াকড়ির মধ্যেই ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে প্রায় ১৭ হাজার অভিবাসীর বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স (সিডিএল) বাতিল করেছে কর্তৃপক্ষ। সাম্প্রতিক অডিটে দেখা গেছে—এগুলোর বড় অংশ এমন ব্যক্তিদের প্রদান করা হয়েছিল, যারা বর্তমানে যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসের অনুমতি রাখেন না।
এ সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশটিতে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। অভিবাসন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান এই বিতর্ককে আরও উসকে দিচ্ছে।
মার্কিন পরিবহন বিভাগ জানায়, ক্যালিফোর্নিয়ার কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে হাজারো সিডিএল লাইসেন্স “বেআইনিভাবে” এমন বিদেশি ড্রাইভারদের ইস্যু করা হয়েছিল, যাদেরকে তারা “ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক” বলে বিবেচনা করছে।
সংশ্লিষ্ট অভিবাসী চালকদের ইতোমধ্যে নোটিশ পাঠানো হয়েছে—৬০ দিনের মধ্যে তাদের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাবে।
গত আগস্টে যুক্তরাষ্ট্রে বৈধ কাগজপত্রহীন এক ট্রাকচালক ফ্লোরিডায় ট্রাক দিয়ে তিনজনকে হত্যা করলে দেশজুড়ে বড় আলোড়ন তৈরি হয়। এরপর থেকেই ট্রাম্প প্রশাসন অনিয়মিত অভিবাসীদের বাণিজ্যিক ট্রাক ও বাস চালানো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার ঘোষণা দেয় এবং সেই ধারাবাহিকতায়ই এ কঠোর পদক্ষেপ।
মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি বলেন—“এটা কেবল শুরু। ক্যালিফোর্নিয়ায় সেমি-ট্রাক ও স্কুলবাসের স্টিয়ারিংয়ে থাকা প্রতিটি অনিয়মিত অভিবাসীকেও সরিয়ে দেওয়া হবে।”
তবে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম পুরো ঘটনাকে স্পষ্ট রাজনৈতিক চাল হিসেবে দেখছেন। তার কার্যালয় জানিয়েছে—যাদের লাইসেন্স বাতিল হচ্ছে, তারা লাইসেন্স পাওয়ার সময় বৈধ ফেডারেল ওয়ার্ক পারমিট নিয়েই ছিলেন। এছাড়া নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে এসব লাইসেন্স দেওয়া হয়েছিল, তাই এগুলোকে নিয়মভঙ্গ বলা যায় না।
লজিস্টিকস প্রতিষ্ঠান ফ্রেমন্ট কনট্র্যাক্ট ক্যারিয়ারস-এর তথ্য অনুযায়ী, ক্যালিফোর্নিয়ায় বর্তমানে ১ লাখ ৩০ হাজারের বেশি ট্রাকচালক রয়েছেন। যুক্তরাষ্ট্রের দুই বৃহত্তম সমুদ্রবন্দর এবং কৃষিভিত্তিক সবচেয়ে বড় অঙ্গরাজ্য হওয়ায় এখানে ট্রাকচালকের চাহিদা সবসময়ই বেশি।
১৭ হাজার সিডিএল লাইসেন্স বাতিল হওয়ায় পরিবহন খাতের ওপরও চাপ তৈরি হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
