এয়ারএশিয়া আবারও ফিরিয়ে আনছে তাদের বহুল প্রতীক্ষিত এয়ারএশিয়া ট্রাভেল ফেয়ার (AATF) ২০২৫। আয়োজকেরা আশা করছেন, এবারের তিন দিনের আয়োজন (২২–২৪ আগস্ট, প্যাভিলিয়ন বুকিত জালিল) প্রায় ১৫ হাজার দর্শনার্থীকে আকর্ষণ করবে, যা ২০১৯ সালের প্রাক-মহামারি আসরের চেয়ে ৫ হাজার বেশি।