ইন্ডিগোকে ২০ লাখ টাকা জরিমানা
অনুমোদনহীন সিমুলেটরে পাইলট প্রশিক্ষণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮:০৬, ৮ অক্টোবর ২০২৫

ভারতের শীর্ষস্থানীয় বেসরকারি এয়ারলাইন ইন্ডিগোকে ২০ লাখ টাকা জরিমানা করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিজিসিএ । অভিযোগ, প্রতিষ্ঠানটি ‘ক্যাটাগরি-সি’ এয়ারড্রোমে পাইলট প্রশিক্ষণের সময় অনুমোদনপ্রাপ্ত বা ‘কোয়ালিফায়েড সিমুলেটর’ ব্যবহার করেনি।
ইন্টারগ্লোব এভিয়েশন — ইন্ডিগোর মূল প্রতিষ্ঠান — বুধবার এক বিবৃতিতে জানায়, ডিজিসিএর ২৬ সেপ্টেম্বরের আদেশ অনুযায়ী জরিমানা ধার্য করা হয়েছে। কোম্পানি জানিয়েছে, তারা এই আদেশের বিরুদ্ধে আপিল করবে, এবং এতে এয়ারলাইনের নিয়মিত কার্যক্রমে কোনো গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে না।
প্রতিষ্ঠানটি আরও জানায়, বিষয়টি প্রকাশে বিলম্বের কারণ ছিল ‘অভ্যন্তরীণ যোগাযোগজনিত সমস্যা’। তবে শেয়ারবাজারে এই খবরে নেতিবাচক প্রভাব পড়েছে — এনএসই-তে বুধবার ইন্ডিগোর শেয়ারের দাম ৩৩.৫০ রুপি বা ০.৫৯ শতাংশ কমে দাঁড়ায় ৫৬৩০.৫০ রুপি।
বাজারে এখনো শীর্ষে ইন্ডিগো
ডিজিসিএর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় বিমান চলাচল বাজারে এখনো ৬৪.২ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে ইন্ডিগো এক নম্বরে রয়েছে। এর পরেই আছে এয়ার ইন্ডিয়া গ্রুপ, যার অংশীদারিত্ব ২৭.৩ শতাংশ। তবে আগস্টে ইন্ডিগোর শেয়ার জুলাইয়ের তুলনায় কিছুটা কমেছে (৬৫.২% থেকে ৬৪.২%)। অন্যদিকে এয়ার ইন্ডিয়া গ্রুপের শেয়ার বেড়েছে ২৬.২% থেকে ২৭.৩%-এ।
নতুন প্রজন্মের এয়ারলাইন আকাসা এয়ার (Akasa Air) ধরে রেখেছে ৫.৪ শতাংশ মার্কেট শেয়ার, আর সংকটে থাকা স্পাইসজেটের (SpiceJet) অংশ নেমে এসেছে মাত্র ২ শতাংশে। ফ্লাইবিগ (FlyBig), ফ্লাই৯১ (Fly91) ও স্টার এয়ারের (Star Air) মতো ছোট এয়ারলাইনগুলোর শেয়ার ১ শতাংশেরও কম।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া