হাসিনাকে ফেরাতে রেড নোটিস জারির পদক্ষেপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:১২, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৬:৫৮, ১৪ অক্টোবর ২০২৫

দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ পলাতক দুর্নীতিবাজদের দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারির পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আব্দুল মোমেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর দুদক কার্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র্যাক)-এর সদস্যদের কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
দুদক চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী দুর্নীতির মাধ্যমে দেশকে সর্বস্বান্ত করার চেষ্টা করেছিলেন। এসব দুর্নীতির তদন্ত আমরা নির্ভয়ে ও ভয়ভীতিহীনভাবে চালিয়ে যাচ্ছি।
তিনি আরও বলেন, দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিক দলগুলোকেও দায়িত্ব নিতে হবে। যে কেউ দুর্নীতির সঙ্গে জড়িত, তাকে যেন কোনো রাজনৈতিক দল মনোনয়ন না দেয়, সেটি নিশ্চিত করতে হবে।