জয়-পরাজয় যাই হোক, মেনে নেব: সাঈদ বিন হাবিব
চবি প্রতিনিধি
প্রকাশ: ১৩:১২, ১৫ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে জয় বা পরাজয় যাই হোক, তা মেনে নিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’-এর সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী সাঈদ বিন হাবিব।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে প্রকৌশল অনুষদ ভবনে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “পরিবেশ এখনো ভালো আছে। আমি ভোট দিয়েছি। দীর্ঘ ৩৬ বছর পর যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে চাকসু বাস্তবায়ন হবে।”
সাঈদ বিন হাবিব আরও বলেন, “আমরা নির্বাচিত হলে ১২ মাসে ৩৩টি কাজ করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যেই আমাদের পরিকল্পনা। বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য আমরা একটি নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলব।”
তিনি জোর দিয়ে বলেন, “নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। জয় হোক বা পরাজয়, তা আমরা মেনে নেব। নির্বাচনে যারাই জয়ী হন, তাদের সঙ্গেই কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করব।”
উল্লেখ্য, বুধবার সকাল সাড়ে ৯টায় চাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন, সমাজবিজ্ঞান, বিজ্ঞান, কলা ও মানববিদ্যা এবং প্রকৌশল অনুষদের অধীনে মোট ১৫টি কেন্দ্রে ৬০টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।