বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ভর্তি পরীক্ষার আবেদন ১–১৫ ডিসেম্বর, পরীক্ষা শুরু ২ জানুয়ারি

চবি প্রতিনিধি

প্রকাশ: ১৪:১২, ১৫ অক্টোবর ২০২৫

ভর্তি পরীক্ষার আবেদন ১–১৫ ডিসেম্বর, পরীক্ষা শুরু ২ জানুয়ারি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, অনলাইন আবেদন শুরু হবে ১ ডিসেম্বর এবং চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষা আগামী বছরের ২ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে ও শেষ হবে ১২ জানুয়ারি। 

গত রবিবার চবি উপাচার্যের দপ্তরে অনুষ্ঠিত কমিটির বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির  প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন চবি উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
কমিটির সিদ্ধান্ত অনুযায়ি- এ ইউনিটের পরীক্ষা হবে ২ জানুয়ারি শুক্রবার, ই ইউনিট ৩ জানুয়ারি শনিবার, বি ১ উপ-ইউনিট ৫ জানুয়ারি সোমবার, বি ২ উপ-ইউনিট ৬ জানুয়ারি মঙ্গলবার, সি ইউনিট ৯ জানুয়ারি শুক্রবার, ডি ইউনিট ১০ জানুয়ারি শনিবার ও ডি ১ উপ-ইউনিটের পরীক্ষা ১২ জানুয়ারি সোমবার হওয়ার কথা রয়েছে।

সভায় জানানো হয়, ভর্তি পরীক্ষার বিস্তারিত নির্দেশিকা, আসন বিন্যাস, পরীক্ষার কাঠামো ও নমুনা প্রশ্নসহ প্রয়োজনীয় তথ্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে জানানো হবে।

আরও পড়ুন