বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

নাফ নদী থেকে মরদেহ উদ্ধার: ডুবে যাওয়া নৌকার আরসা সদস্য সন্দেহে

উখিয়া-টেকনাফ প্রতিনিধি

প্রকাশ: ২১:৪৭, ১৫ অক্টোবর ২০২৫

নাফ নদী থেকে মরদেহ উদ্ধার: ডুবে যাওয়া নৌকার আরসা সদস্য সন্দেহে

সারাদেশ, চট্টগ্রাম, কক্সবাজার 

 

কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে এক অজ্ঞাত যুবককে মরদেহ করেছে পুলিশ। অজ্ঞাত যুবককে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জায়েদ নুর জানিয়েছেন। পরে পরে স্থানীয়দের সহায়তায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। 
নিহত হলো উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. ইলিয়াছ এর ছেলে ফয়েজুল ইসলাম।
বুধবার সন্ধ্যায় টেকনাফের নাফ নদী থেকে এ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়। 
স্থানীয়দের ধারণা, ফয়েজুল ইসলাম নাফ নদীতে একটি নৌকা ডুবির ঘটনায় নিহত হয়েছেন। তবে এই মৃত্যুর পেছনে আরও গভীর ঘটনা থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই।

স্হানীয় একাধিক সূত্র জানিয়েছে, ফয়েজুল ইসলাম আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)'র সক্রিয় সদস্য হতে পারে। তাদের দাবি, রাখাইন রাজ্য থেকে আসার পথে আরসা সদস্যদের বহনকারী একটি নৌকা নাফ নদীতে ডুবে যায়। সেই ঘটনায় ফয়েজুলসহ আরও কয়েকজন মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জায়েদ নুর বলেন নাফ নদী থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি ডুবে যাওয়ার ঘটনা বলেই মনে হচ্ছে। তবে নিহত ব্যক্তি আরসা সদস্য কি না— সে বিষয়ে নিশ্চিত হতে তদন্ত চলছে। আমরা সব দিক খতিয়ে দেখছি।

সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় আরসা সদস্যদের তৎপরতা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি জোরদার করেছে। একাধিক সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আরসার কিছু সদস্য সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে, যাদের অনেকেই নৌকায় করে যাত্রা করে থাকে।

নাফ নদীতে এমন নৌকা ডুবির ঘটনা নতুন নয়, তবে এবারের ঘটনায় সন্ত্রাসী গোষ্ঠীর সম্পৃক্ততার সন্দেহ আরও জোরালো করেছে স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলিকে।

আরও পড়ুন