পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩:৪২, ১৫ অক্টোবর ২০২৫

প্রীতি ম্যাচে পুয়ের্তো রিকোর বিপক্ষে গোলবন্যা বইয়ে দিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে ইন্টার মায়ামির মাঠে ৬-০ গোলে জয় পেয়েছে দলটি। ম্যাচে মেসি দুটি গোলের অ্যাসিস্ট করেন এবং আরেকটি আক্রমণের সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
মূলত সোমবার শিকাগোতে ম্যাচটি হওয়ার কথা থাকলেও আয়োজকরা শেষ মুহূর্তে স্থান পরিবর্তন করেন। শিকাগো কর্তৃপক্ষ জানায়, টিকিট বিক্রি কম হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা জানান, সাম্প্রতিক অভিবাসন দমন অভিযানের কারণে স্থানান্তর করা হয়েছে খেলা।
মেসির ঘরোয়া ক্লাব ইন্টার মায়ামির মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধেই গঞ্জালো মন্তিয়েলের গোলে লিড নেয় আর্জেন্টিনা। মেসির দারুণ এক লব পাস থেকেই আসে সেই গোল। ম্যাচের ৮৩তম মিনিটে মেসির নিখুঁত ব্যাক পাস থেকে লাউতারো মার্তিনেস দ্বিতীয় গোলটি করেন। আলেক্সিস ম্যাক অ্যালিস্টার দলের হয়ে দুটি গোল করেন। পাশাপাশি এক আত্মঘাতী গোল আর্জেন্টিনার পক্ষে যোগ হয়।
ফিফা র্যাংকিংয়ে তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল ১৫৫তম স্থানে থাকা পুয়ের্তো রিকোর—যাদের দলে ছিলেন কয়েকজন কলেজ পড়ুয়া খেলোয়াড়ও। পুয়ের্তো রিকোর গোলরক্ষক সেবাস্তিয়ান কাটলার দ্বিতীয়ার্ধে মেসির একটি হেড ও বামপায়ের শট প্রতিহত করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন।
তবে ম্যাচের শুরুতেই পুয়ের্তো রিকো প্রায় গোল করে ফেলেছিল। অষ্টম মিনিটে লিয়ান্দ্রো আন্তোনেত্তির হাফলাইন থেকে নেওয়া শটটি এমিলিয়ানো মার্তিনেজ শেষ মুহূর্তে বাঁচিয়ে দেন।
আগামী বছরের যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিত বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই এই ম্যাচটি খেলেছে আর্জেন্টিনা।
অন্যদিকে, একই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোস্টন উপকণ্ঠে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ম্যাচগুলো স্থানান্তরের হুমকি দেন। তার ভাষায়, শহরের কিছু অংশ ‘অস্থিরতার কবলে পড়েছে’।