শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ: ডব্লিউএইচও
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩:৪২, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৫:১৪, ১৪ অক্টোবর ২০২৫

ভারতের তিনটি কফ সিরাপ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য তৈরি এসব কফ সিরাপ মারাত্মকভাবে বিষাক্ত পদার্থে দূষিত এবং জীবনহানির ঝুঁকি তৈরি করতে পারে।
ডব্লিউএইচও’র সতর্কবার্তায় বলা হয়েছে, সংশ্লিষ্ট সিরাপগুলো তৈরি করেছে তিনটি ভারতীয় ওষুধপ্রস্তুতকারী প্রতিষ্ঠান—শ্রেসান ফার্মাসিউটিক্যালস: 'কোল্ডরিফ’, রেডনেক্স ফার্মাসিউটিক্যালস: ‘রেসপিফরেশ টিআর’, শেপ ফার্মা: ‘রিলাইফ’।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এসব কফ সিরাপে অনুমোদিত সীমার প্রায় ৫০০ গুণ বেশি ডাইইথিলিন গ্লাইকল পাওয়া গেছে—যা মারাত্মক বিষাক্ত রাসায়নিক। এই উপাদানটি শিশুদের কিডনি বিকল, স্নায়ুজনিত সমস্যা, এমনকি মৃত্যু ঘটাতে পারে।
সতর্কবার্তায় আরও বলা হয়, দূষিত ওষুধের ব্যবহার শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে স্থায়ী ক্ষতি করতে পারে। তাই দেশগুলোর স্বাস্থ্য কর্তৃপক্ষকে বাজারে এসব পণ্যের বিক্রয় নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিতে এবং জনসচেতনতা জোরদার করতে বলা হয়েছে।
ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) জানিয়েছে, সন্দেহভাজন সিরাপগুলো ইতোমধ্যেই পাঁচ বছরের কম বয়সী শিশুদের দেওয়া হয়েছিল।
এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) নিশ্চিত করেছে যে এই বিষাক্ত কফ সিরাপগুলো যুক্তরাষ্ট্রে আমদানি করা হয়নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, এই ঘটনায় সংশ্লিষ্ট দেশগুলোকে অবিলম্বে তদন্তে নেমে বাজার থেকে পণ্যগুলো প্রত্যাহার করতে হবে এবং শিশুর নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।