বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

শুরু হলো টাইফয়েড টিকাদান কর্মসূচি

দেশে এখনও টাইফয়েডে শিশুর মৃত্যু লজ্জার: স্বাস্থ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:২৬, ১২ অক্টোবর ২০২৫

দেশে এখনও টাইফয়েডে শিশুর মৃত্যু লজ্জার: স্বাস্থ্য উপদেষ্টা

সারাদেশে প্রথমবারের মতো সরকারিভাবে শিশু-কিশোরদের টাইফয়েড টিকা দেওয়া শুরু হয়েছে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশু-কিশোরকে বিনামূল্যে এই টিকা দেওয়া হবে। প্রথম ১০ দিন দেশের বিভিন্ন বিদ্যালয়ে, পরে বিভিন্ন টিকাদান কেন্দ্রে দেওয়া হবে এই টিকা।

রবিবার (১২ অক্টোবর) সকালে ঢাকার আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

এসময় স্বাস্থ্য উপদেষ্টা বলেন, “টাইফয়েডে এখনও দেশের শিশুদের মৃত্যু হয়— এটা লজ্জার। বাংলাদেশ ডায়রিয়া, রাতকানাসহ অনেক রোগ প্রতিরোধে সফল হয়েছে। এবার টাইফয়েড প্রতিরোধেও আমরা সফল হব।”

নূরজাহান বেগম আরও বলেন, “টাইফয়েড এমন একটি রোগ, যা সচেতনতা ও টিকাদানের মাধ্যমে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রতিটি শিশুর কাছে এই টিকা পৌঁছাতে পারলে দেশে টাইফয়েডজনিত মৃত্যুর ঘটনা প্রায় বন্ধ করা সম্ভব হবে।”

তিনি জানান, প্রতিরোধমূলক টিকা বাড়াতে পারলে হাসপাতালগুলোর ওপর চাপও অনেক কমে আসবে।

অনুষ্ঠানে সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, “টাইফয়েড টিকাদান কর্মসূচি শুধু একটি প্রকল্প নয়, এটি বাংলাদেশের শিশুস্বাস্থ্যের জন্য একটি মাইলফলক। টাইফয়েড দীর্ঘদিন ধরে একটি নীরব বিপদ হিসেবে কাজ করেছে, বিশেষ করে নিম্ন আয়ের পরিবারের মধ্যে। এবার এই কর্মসূচি সেই দুর্বল জায়গায় পরিবর্তন আনবে।”

তিনি অভিভাবকদের সন্তানদের টিকা নিশ্চিত করতে আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার সভাপতি আজমল হোসেন। এছাড়া স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী, ইউনিসেফের কান্ট্রি ডিরেক্টর রানা ফ্লাওয়ার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. আহমদেম জামশেদ মোহাম্মদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু