বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশ: ১৮:০১, ১৫ অক্টোবর ২০২৫

বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে

ঠাকুরগাঁওয়ে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়েছেন— বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। পাশাপাশি ফ্যামিলি কার্ড চালু করা, স্বাস্থ্য ও শিক্ষাখাতে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ও দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের গড়েয়া এবং শুকান পুকুরী ইউনিয়নে ধারাবাহিক জনসভায় তিনি বলেন, “বিএনপি দেশকে ঐক্যের পথে নিয়ে যেতে চায়। আমরা হিংসা নয়, শান্তি চাই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান— সবাই মিলেই হবে আমাদের বাংলাদেশ।”

মির্জা ফখরুল সব দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আর বিভাজন নয়, দেশের মানুষকে বাঁচাতে দ্রুত নির্বাচন দিন। পিআর বা গণভোট নিয়ে তর্ক পরবর্তীতে সংসদে হোক— এখন নির্বাচনের সুযোগ দিন।” তিনি অভিযোগ করেন, “কিছু মহল ইচ্ছে করে নির্বাচন ভণ্ডুল করতে চায়। জনগণ ভোট দিতে প্রস্তুত, নির্বাচিত সংসদ গঠিত হলে আলোচনা হোক সংস্কার ও নীতি নিয়ে।”

বিএনপি মহাসচিব বলেন, এবারের নির্বাচন কিছুটা ভিন্ন কাঠামোয় অনুষ্ঠিত হবে— “পার্লামেন্টে থাকবে দুটি কক্ষ— উচ্চ ও নিম্নকক্ষ। নিম্নকক্ষে ভোটে নির্বাচিত প্রতিনিধি এবং উচ্চকক্ষে আলেম, শিক্ষাবিদ ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি থাকবেন। আমরা চাই, ‘শত ফুল ফুটুক’, কারণ বৈচিত্র্যেই সৌন্দর্য।”

বিগত সরকারের সময় নিজের ওপর দমনপীড়নের কথাও উল্লেখ করেন তিনি— “গত ১৫ বছরে ঠাকুরগাঁওয়ের বাইরে থাকতে হয়েছে, ১১ বার জেলে গেছি, সাড়ে তিন বছর কারাগারে ছিলাম। শেখ হাসিনা ভয় পেতেন, তাই কারাগারে যেতে হতো।”

আসন্ন জুলাই সনদ প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, “শুক্রবার (১৭ অক্টোবর) এ সনদে স্বাক্ষর করা হবে। এটি দেশের রাজনৈতিক সংস্কারের নতুন অধ্যায় খুলবে। ঘরের নতুন টিন লাগানোর মতোই রাজনীতির সংস্কার করতে হবে। যেসব বিষয়ে একমত হয়েছি, সেগুলোতে স্বাক্ষর হবে; আর যেগুলো হয়নি, তা নিয়ে জনগণের মতামত নেওয়া হবে।”

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে বিএনপি মহাসচিব বর্তমানে নিজ আসনে জনসংযোগে ব্যস্ত। মঙ্গলবার থেকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তিনি ধানের শীষের পক্ষে ভোট চেয়ে।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির ঠাকুরগাঁও জেলা সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, সাবেক ইউপি চেয়ারম্যান জাফরুল্লাসহ দলীয় নেতাকর্মীরা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু