খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০০:২৭, ২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০০:৪৫, ২ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়া। ফাইল ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করেছে সরকার। এর মাধ্যমে তার নিরাপত্তার দায়িত্ব এসএসএফকে দেওয়ার সুযোগ তৈরি হলো।
সোমবার (১ ডিসেম্বর) রাষ্ট্রপতির নির্দেশে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১–এর ২(ক) ধারা অনুযায়ী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তালিকাভুক্ত করা হলো। সরকারি এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী।
বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতা ও দীর্ঘসময়ের অসুস্থতায় ভুগছেন ৭৯ বছর বয়সী খালেদা জিয়া। গত কয়েকদিন ধরে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক পরিস্থিতি নিয়ে বিএনপি ও পরিবারের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।
সরকারের এই সিদ্ধান্তকে বহু পর্যবেক্ষক দেশটির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং খালেদা জিয়ার স্বাস্থ্য-ঝুঁকির প্রতি রাষ্ট্রীয় গুরুত্বারোপ হিসেবে দেখছেন।
