সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

| ১৭ অগ্রাহায়ণ ১৪৩২

যুক্তরাজ্যের মিডিয়ায় প্রধান শিরোনামে টিউলিপের কারাদণ্ডের খবর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০:৫৮, ১ ডিসেম্বর ২০২৫

যুক্তরাজ্যের মিডিয়ায় প্রধান শিরোনামে টিউলিপের কারাদণ্ডের খবর

দ্য গার্ডিয়ান। ফাইল ছবি

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে প্লট বরাদ্দ মামলায় দেয়া কারাদণ্ডের রায় যুক্তরাজ্যের গণমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

সোমবার (১ ডিসেম্বর) সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করেন। রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে শেখ রেহানাকে প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগে টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতে দুই বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এমন রায়ে বাংলাদেশের ইতিহাসে প্রথমবার কোনো ব্রিটিশ এমপি দণ্ডিত হলেন।

রায় ঘোষণার পরপরই যুক্তরাজ্যের প্রায় সব শীর্ষ সংবাদমাধ্যম খবরটিকে ব্রেকিং নিউজ হিসেবে প্রকাশ করে।

এর মধ্যে ‘দ্য গার্ডিয়ান’ লিখেছে, “বাংলাদেশের আদালত যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিককে অনুপস্থিতিতে দুই বছরের কারাদণ্ড দিয়েছে।”

‘দ্য টেলিগ্রাফ’ লিখেছে, “বাংলাদেশে দুর্নীতির অভিযোগে টিউলিপ সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড।”

‘দ্য ইন্ডিপেনডেন্ট’ লিখেছে, “লেবার এমপি টিউলিপ সিদ্দিক বাংলাদেশে দুর্নীতির মামলায় দণ্ডিত।”

‘স্কাই নিউজ’ লিখেছে, “লেবার এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশে দুই বছরের সাজা।”

এ ছাড়া মেট্রো, আইটিভি, মাই লন্ডন, ডেইলি স্টার, দ্য সান— গণমাধ্যমগুলোও খবরটি গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে।

যুক্তরাজ্যের মিডিয়ায় একসঙ্গে এতগুলো প্রধান শিরোনামে কোনো বাংলাদেশি বংশোদ্ভূত এমপির নাম ওঠা বিরল ঘটনা।

রায়ের পর দুদকের আইনজীবী মঈনুল হাসান সাংবাদিকদের বলেন, টিউলিপসহ অন্যান্য দেশে অবস্থানকারী পলাতক আসামিদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হবে।

টিউলিপ সিদ্দিক দ্বৈত নাগরিক—বাংলাদেশি ও ব্রিটিশ। দুদক জানিয়েছে, তাকে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যুক্তরাজ্যকে অবহিত করা, ইন্টারপোলের রেড নোটিশ জারি, দুদেশের আইনি প্রক্রিয়া অনুসরণ—এই ধাপগুলো অনুসরণ করা হবে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

স্বর্ণের দাম আরও বাড়ল, ভরি কত
বাউলশিল্পী আবুল সরকারের বিরুদ্ধে আরেকটি মামলা
ইসি চাইলে ভোটার হতে পারবেন তারেক রহমান
জোটে দলীয় প্রতীকে নির্বাচন কেন অবৈধ নয়: হাইকোর্ট
অধ্যাদেশ জারির একদিনের মধ্যে সচিব পেল সুপ্রিম কোর্ট সচিবালয়
আগামীকাল এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা
এখনকার সংস্কার নির্বাচিত সরকারের হজম করা কঠিন: ওয়াহিদউদ্দিন
‘মেড ইন বাংলাদেশ’ এখন মর্যাদার প্রতীক: পরিবেশ উপদেষ্টা
চকবাজার ও মোহাম্মদপুরের ভবনে আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে
নির্বাচন পেছাতে দেওয়া হবে না: পীর সাহেব চরমোনাই
একটি দল প্রশাসনিক ক্যু করার চেষ্টা করছে: জামায়াত আমির
লিবিয়ায় বন্দী ১৭৩ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো সরকার
মোহাম্মদপুরে ৬ তলা ভবনে আগুন
ডেঙ্গুতে নভেম্বরে বছরের সর্বোচ্চ মৃত্যু ১০৪
চকবাজারের আবাসিক ভবনে আগুন
হেলথ অ্যান্ড হোপে ডে–কেয়ার সেন্টার শুরু
তৃতীয় দিনের মতো শহীদ মিনারে স্বাস্থ্য সহকারীরা: বন্ধ টিকাদন কর্মসূচি
আচরণবিধি লঙ্ঘনে ‘তাৎক্ষণিক প্রার্থিতা বাতিলের’ হুঁশিয়ারি ইসির
ডা. জাহিদের বক্তব্য ছাড়া খালেদা জিয়ার চিকিৎসার তথ্য প্রকাশ না করার আহ্বান বিএনপির
খালেদা জিয়ার অবস্থা্ ‘খুব ক্রিটিক্যাল’, জানালেন বিএনপি নেতা আজম খান