সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

| ১৭ অগ্রাহায়ণ ১৪৩২

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর, পূর্ণ বাস্তবায়নের দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:৫৭, ১ ডিসেম্বর ২০২৫

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর, পূর্ণ বাস্তবায়নের দাবি

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন’-এর উদ্যোগে এক সংবাদ সম্মেলন। ছবি : সমাজকাল

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮তম বর্ষপূর্তি উপলক্ষে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন’-এর উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত ঐতিহাসিক চুক্তির মৌলিক ধারাগুলো আজও বাস্তবায়িত হয়নি, ফলে পাহাড়ের মানবাধিকার ও রাজনৈতিক সংকট দীর্ঘায়িত হচ্ছে।

সংবাদ সম্মেলনটি পরিচালনা করেন সংগঠনের সদস্য দীপায়ন খীসা এবং সভাপতিত্ব করেন যুগ্ম সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক খাইরুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, চুক্তি বাস্তবায়ন আন্দোলনের সদস্য প্রণব কুমার বিশ্বাস, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও পাহাড়ি ছাত্র পরিষদের নেতৃবৃন্দ।

কার্যক্রমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম বহু ভাষাভাষী ও আদিবাসী অধ্যুষিত অঞ্চল হলেও স্বাধীনতার পর সংবিধানে তাদের পরিচয় অস্বীকার করা হয়। এই ঐতিহাসিক ভুলই দীর্ঘ সংঘাতের জন্ম দেয়। ২৮ বছর আগে স্বাক্ষরিত চুক্তি সেই ভুল সংশোধনের আশা জাগালেও দীর্ঘ সময় ধরে চুক্তির মূল ধারা বাস্তবায়িত হয়নি। ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন ও টাস্কফোর্সের কার্যক্রম বারবার স্থগিত হওয়া, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষক নিয়োগে সাম্প্রদায়িক বাধা—সবই বাস্তবায়ন প্রক্রিয়ার ব্যর্থতার উদাহরণ বলে মন্তব্য করেন তিনি।

এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা বলেন, ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকার করা হলেও আদিবাসীদের প্রতিনিধিত্ব কোথাও প্রতিফলিত হয়নি। তিনি অভিযোগ করেন, চুক্তির আগে ও পরে পার্বত্য চট্টগ্রামে কার্যত সামরিক শাসনের বাস্তবতা বিদ্যমান রয়েছে। তার মতে, চুক্তি বাস্তবায়নে সেনাবাহিনীর গঠনমূলক ভূমিকা এবং সরকারের দৃশ্যমান পদক্ষেপ এখন জরুরি।

অধ্যাপক খাইরুল ইসলাম চৌধুরী বলেন, স্বাধীনতার পর থেকে পার্বত্য অঞ্চলকে সবসময়ই ‘বিশেষ সমস্যা’ হিসেবে দেখা হয়েছে। বিভিন্ন সরকার আলোচনার মাধ্যমে চুক্তি করলেও বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিশ্রুতির ঘাটতি রয়ে গেছে। তিনি বলেন, পূর্ণ বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ি আদিবাসী যেমন প্রান্তিক হয়ে পড়ছেন, তেমনি স্থানীয় বাঙালিরাও বহু বঞ্চনার শিকার হচ্ছেন। ফলে একটি সার্বিক মানবিক ও রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, যা জাতীয় নিরাপত্তার সঙ্গেও যুক্ত।

তিনি ২৪ জুলাইয়ের গণআন্দোলনে বিপুল সংখ্যক আদিবাসীর অংশগ্রহণের কথা উল্লেখ করে বলেন—তাদের দীর্ঘদিনের বৈষম্যের বিরুদ্ধে রাষ্ট্রীয় সংবেদনশীলতা আজও অনুপস্থিত। চুক্তির পূর্ণ বাস্তবায়ন এখন জাতীয় স্বার্থে অত্যাবশ্যক বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিন দফা দাবি তুলে ধরা হয়—

১. চুক্তি বাস্তবায়নে সংশ্লিষ্ট পক্ষ ও রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে দ্রুত জাতীয় সংলাপ আয়োজন;

২. একটি কার্যকর রোডম্যাপ ঘোষণা এবং বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ;

3. আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দলের ইশতেহারে পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়নের প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করা।

বক্তারা বলেন, ২৮ বছরের দীর্ঘ অপেক্ষা পার্বত্য চুক্তিকে কার্যত ‘প্রতারণার দলিল’ বানিয়ে দিচ্ছে। পাহাড়ে স্থায়ী শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একমাত্র পথ—১৯৯৭ সালের চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

‘আর.ভি ড. ফ্রিডটজফ নানসেন’ জরিপ; বঙ্গোপসাগরে ৬৫ নতুন প্রজাতির মাছ, বাংলাদেশ অংশেই ৫ প্রজাতি
অবৈধ আহরণে সমুদ্রে কমে যাচ্ছে মাছ: ফরিদা আখতার
খালেদা জিয়ার সুস্থতায় ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
বিএনপির হাতেই দেশের সার্বভৌমত্ব: মির্জা আব্বাস
১৭০ আসনে জেএসডির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ: দেখে নিন প্রার্থী কারা
ছাদে দুই কিশোর, বন্ধ মেট্রোরেল চলাচল
সরকারি প্লট বরাদ্দ দুর্নীতি মামলা : শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার রায় সোমবার
হত্যাকাণ্ডে শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ ছিলো: তদন্ত কমিশন
নারায়ণগঞ্জে বাউলদের সমাবেশ মঞ্চের ফেস্টুন ছিঁড়ল যুবক, আটক
তারেক রহমান ঢাকায় না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না, এটা ঠিক না: পররাষ্ট্র উপদেষ্টা
সীমান্ত হত্যার সমাধান আপাতত দেখছি না: পররাষ্ট্র উপদেষ্টা
বার্ষিক পরীক্ষা বর্জনের ঘোষণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের
বিজয়ের মাসজুড়ে শিল্পকলায় যাত্রাপালা প্রদর্শনী, ৩১ টি দল থাকবে
কামালকে প্রত্যর্পণের তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই: উপদেষ্টা
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত,
সচিবালয়ের আগুন নিভেছে
ফিরতে চাইলে তারেক রহমানকে ওয়ান-টাইম পাস দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়
খুলনায় আদালত চত্বরে গুলিতে নিহত ২
১ ডিসেম্বর থেকে রাত্রে থাকা যাবে সেন্টমার্টিনে
খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাশিয়ার শুভেচ্ছা–বার্তা