সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

| ১৭ অগ্রাহায়ণ ১৪৩২

টিউলিপের রায় শুনতে আদালতে ব্রিটিশ সাংবাদিক করডেলিয়েন্স

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:৩৭, ১ ডিসেম্বর ২০২৫

টিউলিপের রায় শুনতে আদালতে ব্রিটিশ সাংবাদিক করডেলিয়েন্স

শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। ছবি: সংগৃহীত

পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজউকের প্লট বরাদ্দের দুর্নীতির মামলার রায় ঘোষণা ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। এদিন টিউলিপের রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক গণমাধ্যমেরও নজর ছিল আদালতের দিকে। বিশেষ করে ব্রিটিশ স্কাই নিউজের রিপোর্টার করডেলিয়েন্সকে আদালত প্রাঙ্গণে দেখা যায়, যিনি মূলত টিউলিপ সিদ্দিকের দণ্ড নিয়ে অনুসন্ধান ও প্রতিবেদন তৈরির জন্যই বাংলাদেশে এসেছেন।

সোমবার (১ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে শেখ রেহানাকে সাত বছর সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, টিউলিপ সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাকি ১৪ আসামিকে পাঁচ বছর করে কারাদণ্ড ও জরিমানা দেওয়া হয়েছে।

এসময় আদালত প্রাঙ্গণে উপস্থিত বাংলাদেশের সাংবাদিকদের করডেলিয়েন্স বলেন, “আদালত টিউলিপ সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন, সেটি আমি নোট করেছি।”

বাংলাদেশের আদালতের পরিবেশ কেমন লাগল—এমন প্রশ্নে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

মামলার পটভূমি

২০২৫ সালের ১৩ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযোগ করে যে, টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি হিসেবে প্রভাব খাটিয়ে মা শেখ রেহানা, বোন আজমিনা সিদ্দিক এবং ভাই রাদওয়ান মুজিবের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেন।
তিনজনই ১০ কাঠা করে প্লট বরাদ্দ পান। তবে টিউলিপ–রেহানার বরাদ্দ সংক্রান্ত অভিযোগই কেবল এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়। ফলে আজমিনা ও রাদওয়ানকে অপর দুটি মামলায় আসামি করা হয়েছে।

এই মামলার মোট আসামি ১৭ জন। তাদের মধ্যে রাজউক, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়সহ বিভিন্ন পর্যায়ের সাবেক কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন। একমাত্র কারাবন্দি আসামি খুরশীদ আলমকে রায় ঘোষণার দিন আদালতে হাজির করা হয়।

এর আগে ২৭ নভেম্বর প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার ২১ বছরের সাজা ঘোষণা করেন আদালত।

আন্তর্জাতিক মহলেও আলোচনায় টিউলিপ

বাংলাদেশে দুর্নীতির মামলায় একজন ব্রিটিশ এমপির দণ্ড হওয়ায় বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমেও স্থান পেয়েছে। টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যে লেবার পার্টির প্রভাবশালী আইনপ্রণেতা হওয়ায় ব্রিটিশ মিডিয়ার চোখ এখন ঢাকার আদালতগুলোর দিকে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার অবস্থা্ ‘খুব ক্রিটিক্যাল’, জানালেন বিএনপি নেতা আজম খান
একনেক বৈঠকে ১৬ হাজার ৩২ কোটি টাকার ১৮ প্রকল্প অনুমোদন
পূর্বাচল প্লট বরাদ্দ জালিয়াতি মামলা; কেন আইনজীবী পাননি হাসিনা-রেহানা-টিউলিপ?
এবার বিএনপিতে রেজা কিবরিয়া: ৭ বছরে ৩ বার দল বদল
ভেন্টিলেশন সাপোর্টে খালেদা জিয়া
রেহানার প্লটের বরাদ্দ বাতিলের নির্দেশ
শেখ হাসিনার পাঁচ, শেখ রেহানার সাত, টিউলিপের দুই বছরের কারাদণ্ড
‘আর.ভি ড. ফ্রিডটজফ নানসেন’ জরিপ; বঙ্গোপসাগরে ৬৫ নতুন প্রজাতির মাছ, বাংলাদেশ অংশেই ৫ প্রজাতি
অবৈধ আহরণে সমুদ্রে কমে যাচ্ছে মাছ: ফরিদা আখতার
খালেদা জিয়ার সুস্থতায় ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
বিএনপির হাতেই দেশের সার্বভৌমত্ব: মির্জা আব্বাস
১৭০ আসনে জেএসডির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ: দেখে নিন প্রার্থী কারা
ছাদে দুই কিশোর, বন্ধ মেট্রোরেল চলাচল
সরকারি প্লট বরাদ্দ দুর্নীতি মামলা : শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার রায় সোমবার
হত্যাকাণ্ডে শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ ছিলো: তদন্ত কমিশন
নারায়ণগঞ্জে বাউলদের সমাবেশ মঞ্চের ফেস্টুন ছিঁড়ল যুবক, আটক
তারেক রহমান ঢাকায় না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না, এটা ঠিক না: পররাষ্ট্র উপদেষ্টা
সীমান্ত হত্যার সমাধান আপাতত দেখছি না: পররাষ্ট্র উপদেষ্টা
বার্ষিক পরীক্ষা বর্জনের ঘোষণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের
বিজয়ের মাসজুড়ে শিল্পকলায় যাত্রাপালা প্রদর্শনী, ৩১ টি দল থাকবে