হাসিনা-রেহানা-টিউলিপকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাইবে দুদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:০৪, ১ ডিসেম্বর ২০২৫
হাসিনা-রেহানা-টিউলিপকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাইবে দুদক। ছবি: সংগৃহীত
প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিককে দেশে ফেরাতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ইন্টারপোলের সহায়তা চাইবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খান মো. মঈনুল হাসান।
সোমবার (১ ডিসেম্বর) এই মামলার রায় ঘোষণার পর এই আইনজীবী বলেন, "যে আসামিরা যেসব দেশে আছেন, তাদের ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাইবো।"
তিনি আরও বলেন, "টিউলিপ একদিকে বাংলাদেশি নাগরিক, অন্যদিকে ব্রিটিশ নাগরিক। তাকে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নেওয়া হবে। বাংলাদেশের আইনে যে প্রক্রিয়া রয়েছে, আমরা তা সম্পন্ন করবো সরকারকে সঙ্গে নিয়ে।"
এ বিষয়ে দুদক আইনজীবী আরও বলেন, "আমরা দুদকের সঙ্গে আলোচনা করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো। রায় আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। আমরা সর্বোচ্চ শাস্তি—যাবজ্জীবন—চেয়েছিলাম।"
এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছর, তার বোন শেখ রেহানা সিদ্দিককে ৭ বছর এবং রেহানাকন্যা ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তিনজনকেই ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন। একই মামলার অপর ১৪ আসামিকেও পাঁচ বছরের করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এই মামলায় একমাত্র আসামি মোহাম্মদ খুরশীদ আলম ছাড়া বাকি ১৬ জনই পলাতক।
মামলার অন্যান্য আসামিরা হলেন—গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, একই মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, রাজউকের সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
