সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

| ১৭ অগ্রাহায়ণ ১৪৩২

এবার বিএনপিতে রেজা কিবরিয়া: ৭ বছরে ৩ বার দল বদল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:১১, ১ ডিসেম্বর ২০২৫

এবার বিএনপিতে রেজা কিবরিয়া: ৭ বছরে ৩ বার দল বদল

সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। ছবি: সংগৃহীত

সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল তুলে দিয়ে তিনি বিএনপিতে যোগদান সম্পন্ন করেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ড. রেজা কিবরিয়া গণফোরাম–নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে হবিগঞ্জ–১ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। এরপর থেকে তিনি বিভিন্ন সময়ে রাজনৈতিক অবস্থান ও কর্মসূচিতে সক্রিয় ছিলেন।

দল বদলের জন্য আলোচিত তিনি

বারবার দল বদলের জন্য বেশ আলোচিত রেজা কিবরিয়া। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে যোগ দেন তিনি। যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে হবিগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে ব্যাপক পরিচিতি পান। গণফোরামের কেন্দ্রীয় পদেও আসীন হন তিনি।

পরবর্তীতে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, নেতৃত্ব সংকট ও মতপার্থক্যের কারণে গণফোরাম ছাড়েন রেজা কিবরিয়া। ২০২১ সালে নুরুল হক নুরের নেতৃত্বে গঠিত গণঅধিকার পরিষদে যোগ দেন এবং দলের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।

নতুন প্রজন্মমুখী রাজনীতির প্রতিশ্রুতি দিয়ে সক্রিয় থাকলেও দলটি পরবর্তীতে নানা বিতর্কে জড়িয়ে পড়ে। এই সময়ে রেজা কিবরিয়া ও নুরের মধ্যে মতবিরোধ তীব্র হয়, যা শেষ পর্যন্ত দ্বিধাবিভক্তির দিকে নিয়ে যায়। গণঅধিকার পরিষদ ছাড়েন রেজা কিবরিয়া।
সবশেষে আজ ১ ডিসেম্বর গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন। 

রেজাকে স্বাগত বিএনপির

রেজা কিবরিয়াকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন, “দেশের একজন অত্যন্ত বিশিষ্ট সন্তান আজ আমাদের দলে যোগ দিলেন। আইএমএফের গুরুত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতা এবং দেশের রাজনীতিতে তার সক্রিয় ভূমিকা—সব মিলিয়ে তিনি বিএনপির আগামীর পথচলায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও তাকে স্বাগত জানাই।”

বিএনপিতে যোগদানের পর রেজা কিবরিয়া বলেন, “আমি আজ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলাম এবং আমি গর্বিত। এই দলের ইতিহাসই হলো গণতন্ত্রের ইতিহাস। দুইবার এই দল গণতন্ত্রকে রক্ষা করেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগের হাত থেকে।"

তিনি আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার রাজনৈতিক আদর্শ। তার সাহস, সততা ও ব্যক্তিত্ব বাংলাদেশে এখনো অনুপ্রেরণা। এত বছর পরও গ্রামের সাধারণ মানুষ তার নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করে—এটাই তাঁর মহত্বের প্রমাণ।”

জিয়ার ঐতিহাসিক ভূমিকা তুলে ধরে তিনি বলেন, “একবার শেখ মুজিবের আমলে গণতন্ত্র ধ্বংস হয়েছিল, যা জিয়াউর রহমান রক্ষা করেন। দ্বিতীয়বার শেখ হাসিনা ও এরশাদের সময়ে গণতন্ত্র বিপন্ন হয়েছিল; তখন বেগম খালেদা জিয়া তা রক্ষা করেন। এ কারণেই আমি বিএনপির প্রতি আকৃষ্ট হয়েছি।”

রেজা কিবরিয়া আশা প্রকাশ করেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুনভাবে গড়তে তিনি তার অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগাতে পারবেন।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

‘আর.ভি ড. ফ্রিডটজফ নানসেন’ জরিপ; বঙ্গোপসাগরে ৬৫ নতুন প্রজাতির মাছ, বাংলাদেশ অংশেই ৫ প্রজাতি
অবৈধ আহরণে সমুদ্রে কমে যাচ্ছে মাছ: ফরিদা আখতার
খালেদা জিয়ার সুস্থতায় ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
বিএনপির হাতেই দেশের সার্বভৌমত্ব: মির্জা আব্বাস
১৭০ আসনে জেএসডির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ: দেখে নিন প্রার্থী কারা
ছাদে দুই কিশোর, বন্ধ মেট্রোরেল চলাচল
সরকারি প্লট বরাদ্দ দুর্নীতি মামলা : শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার রায় সোমবার
হত্যাকাণ্ডে শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ ছিলো: তদন্ত কমিশন
নারায়ণগঞ্জে বাউলদের সমাবেশ মঞ্চের ফেস্টুন ছিঁড়ল যুবক, আটক
তারেক রহমান ঢাকায় না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না, এটা ঠিক না: পররাষ্ট্র উপদেষ্টা
সীমান্ত হত্যার সমাধান আপাতত দেখছি না: পররাষ্ট্র উপদেষ্টা
বার্ষিক পরীক্ষা বর্জনের ঘোষণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের
বিজয়ের মাসজুড়ে শিল্পকলায় যাত্রাপালা প্রদর্শনী, ৩১ টি দল থাকবে
কামালকে প্রত্যর্পণের তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই: উপদেষ্টা
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত,
সচিবালয়ের আগুন নিভেছে
ফিরতে চাইলে তারেক রহমানকে ওয়ান-টাইম পাস দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়
খুলনায় আদালত চত্বরে গুলিতে নিহত ২
১ ডিসেম্বর থেকে রাত্রে থাকা যাবে সেন্টমার্টিনে
খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাশিয়ার শুভেচ্ছা–বার্তা