বাগেরহাট জেলায় চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে আজ রবিবার সকাল থেকেই সর্বাত্মক অবরোধ ও হরতাল চলছে। সকাল ৫টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি বিকেল ৫টা পর্যন্ত চলবে। ফলে সড়ক ও নৌপথে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে শিল্পকারখানা, ইপিজেড কার্যক্রম, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট, এমনকি মোংলা নদীর খেয়া ও ফেরি চলাচলও।