শেখ হাসিনার রায় হলে নির্বাচনে কোনো বাধা নেই: সারজিস
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮:৪৭, ১৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ২২:৫০, ১৩ অক্টোবর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খুন-গুমের নির্দেশদাতাদের অনেকের বিচারের রায় যদি আগামী ডিসেম্বরের মধ্যে হয়, তাহলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের পথে কোনো বাধা থাকবে না।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জামালপুরে এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
চট্টগ্রাম বন্দরের তিনটি টার্মিনাল বিদেশিদের কাছে লিজ দেওয়ার সরকারি উদ্যোগ প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘দেশের স্বার্থে ও রাজনৈতিক দলের নিয়ন্ত্রণমুক্ত করার লক্ষ্যে সরকার যে কোনো সিদ্ধান্ত নিলে এনসিপি তাতে দ্বিমত করবে না। তবে দেশের স্বার্থ ক্ষুণ্ন হলে আমরা স্পষ্টভাবে বিরোধিতা করব।‘
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে এনসিপি নিজেদের প্রতীকেই অংশ নেবে, তবে প্রয়োজনে যে কোনো জোট বা অ্যালায়েন্সেও যেতে পারে দলটি।
রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছোড়াছুড়ি না করার আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, ‘রাজনীতি যদি শালীনতা হারায়, তবে জনগণের আস্থা ফিরিয়ে আনা কঠিন হবে।’
সভায় সভাপতিত্ব করেন এনসিপির জামালপুর জেলার সমন্বয়কারী লুৎফর রহমান। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মশিউর আমিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।