শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

রাকসু নির্বাচনে ৫১ বছর বয়সী শাহরিয়ার: বয়স নয়, সংগ্রামই তাঁর পরিচয়

রাকসু নির্বাচনে ৫১ বছর বয়সী শাহরিয়ার: বয়স নয়, সংগ্রামই তাঁর পরিচয়

প্রকাশ: ০০:৫৩, ৪ সেপ্টেম্বর ২০২৫

রাকসু নির্বাচনে ৫১ বছর বয়সী শাহরিয়ার: বয়স নয়, সংগ্রামই তাঁর পরিচয়


রাজশাহী প্রতিনিধি 

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে এক ভিন্ন চমক নিয়ে হাজির হয়েছেন শাহরিয়ার মোর্শেদ খান। বয়স ৫১ হলেও তিনি নিজেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে তুলে ধরতে চান। বুধবার দুপুরে রাকসু ভবনের সামনে দেখা মিলল এই প্রার্থীকে। হাতে কালো ব্যাগ, পায়ে কালো জুতা, গায়ে টি-শার্ট পরে হেঁটে যাচ্ছিলেন তিনি। মুখে বয়সের রেখা, চুল কমে আসা—সবই যেন তাঁর সংগ্রামী জীবনের সাক্ষী।

শাহরিয়ার বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি থানার রাজাপুর গ্রামে। জীবনের নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে আবারও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফিরেছেন তিনি। জানান, রাকসুর আসন্ন নির্বাচনে ‘মিডিয়া ও প্রকাশনা’ পদে প্রার্থী হয়েছেন এবং ইতোমধ্যেই ডোপ টেস্টের নমুনা জমা দিয়েছেন।


সংগ্রামের গল্প

শাহরিয়ারের ছাত্রজীবন শুরু হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে ১৯৯৯-২০০০ শিক্ষাবর্ষে। কিন্তু পারিবারিক সমস্যায় চতুর্থ বর্ষেই পড়াশোনা ছাড়তে হয়। পরে ২০০৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত চাকরি করেছেন কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানে। ২০১৪ সালে ফের পড়াশোনায় ফেরার সিদ্ধান্ত নেন। ভোকেশনাল কারিগরির নবম শ্রেণিতে ভর্তি হয়ে সেখান থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন। শেষ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন সাংবাদিকতা বিভাগে।

শাহরিয়ার বলেন, “আমার জীবনটাই সংগ্রামের। বয়স ৫১ হলেও পড়াশোনার প্রতি আগ্রহ কমেনি। পরিবার সামলাতে হয়, আবার পড়াশোনাও চালিয়ে যেতে হয়। বিভাগ থেকে কিছু বৃত্তি পাই, শিক্ষকেরা অনেক উৎসাহ দেন। তবে রাজশাহীতে চাকরির সুযোগ সীমিত—তাই টেক্সটাইল কারখানায় চাকরির আবেদন করেছি।”

শাহরিয়ারের দুই ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। নিজেও দীর্ঘদিন সেখানে ছিলেন। আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। সেসব অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন, ছাত্ররাজনীতির নামে অনেক নেতা-কর্মী শিক্ষার্থীদের স্বপ্ন হরণ করেন। মুখে এক কথা, কাজে আরেক। সেই অন্যায় রাজনীতির বিরুদ্ধে দাঁড়ানোর জন্যই তিনি রাকসু নির্বাচনে অংশ নিচ্ছেন।

“সংগ্রামী মানুষ হিসেবে আমি বিশ্বাস করি বয়স কোনো বাধা নয়। শিক্ষায় যেমন বয়স থামাতে পারেনি, নির্বাচনে গিয়েও বয়স কোনো বাধা হবে না।” — বললেন শাহরিয়ার।


রাকসু ভবনে সংবাদকর্মীদের প্রশ্নের মুখে নিজের প্রার্থিতা নিশ্চিত করেন শাহরিয়ার। তখন উপস্থিত ছিলেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মো. সেতাউর রহমান। তিনি জানান, “যতক্ষণ কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকেন, ততক্ষণ তাঁর নির্বাচনে অংশ নিতে কোনো সমস্যা নেই। বয়স কোনো বাধা নয়।”

আরও পড়ুন