সীতাকুণ্ডে ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ৩ পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করল র্যাব-৭
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২১:১৬, ১৪ নভেম্বর ২০২৫
সীতাকুণ্ডে ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় তিনটি পাইপগানসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব-৭। বুধবার (১৩ নভেম্বর) রাতে বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকার নবী মেম্বার বাড়ির গোয়ালঘরের উত্তর পাশে ঝোপঝাড়ের ভেতর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-৭, চট্টগ্রাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে, অলিনগর এলাকার একটি নির্জন স্থানে কাপড়ে মোড়ানো অবস্থায় দেশীয় অস্ত্রশস্ত্র ফেলে রাখা হয়েছে। তথ্যের ভিত্তিতে রাত ১০টার দিকে র্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।
অভিযানে উদ্ধার করা হয়—
দুইটি ট্রিগারযুক্ত কালো রঙের দু’নলা শুটারগান (দৈর্ঘ্য ২০.৫ ইঞ্চি ও ১৭ ইঞ্চি)
একটি ট্রিগারযুক্ত একনলা শুটারগান (দৈর্ঘ্য ১১.৫ ইঞ্চি)
১২ বোরের ১২টি সবুজ রংয়ের কার্তুজ
১১টি দেশীয় ছুরি
২টি দেশীয় রামদা
একটি লাল রংয়ের বেসবল ব্যাট
র্যাবের দাবি, এসব অস্ত্র কাপড়ে মোড়ানো অবস্থায় ঝোপের ভেতর দীর্ঘ সময় ধরে পরিত্যক্ত ছিল। উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭ বলছে, এলাকায় কোনও সংঘবদ্ধ অস্ত্রচক্র এসব অস্ত্র লুকিয়ে রাখতে পারে। ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
