বিশ্বমঞ্চের লাইমলাইট চুরি করেছেন ঐশ্বরিয়া রাই একাই…
রাজীব শাঁখারী
প্রকাশ: ২২:০২, ১৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ২২:২৪, ১৪ নভেম্বর ২০২৫
ল’রিয়াল প্যারিসের গ্লোবাল অ্যাম্বাসেডর ঐশ্বরিয়া রাই। ছবি: সংগৃহীত
ল’রিয়াল ‘প্যারিস ফ্যাশন উইক স্প্রিং ২০২৬’ আয়োজনের মঞ্চে তিনি হাঁটলেন বিখ্যাত ডিজাইনার মণীশ মলহোত্রার শেরওয়ানিতে। দুই দশকেরও বেশি সময় ধরে ল’রিয়াল প্যারিসের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে রয়েছেন তিনি। বিশ্বমঞ্চে একাই রাজত্ব করে চলেছেন তিনি। তিনিই ঐশ্বরিয়া রাই।

শুধু ব্র্যান্ডের মুখ হিসেবেই নন, বরং আন্তর্জাতিক অঙ্গনে সৌন্দর্য, শক্তি ও আত্মবিশ্বাসকে এক আলাদা নতুন সংজ্ঞা দিয়েছেন ঐশ্বরিয়া।
এবছর প্যারিস ফ্যাশন উইকের মঞ্চের লাইমলাইট রীতিমতো চুরি করেছেন ঐশ্বরিয়া। তাকে নিয়মিত পর্দায় না দেখা গেলেও প্যারিস ফ্যাশন উইক স্প্রিং'২৬-এর মঞ্চে যেন নতুনভাবে ধরা দিলেন সাবেক এই বিশ্বসুন্দরী।
ভারতীয় ডিজাইনার মণীশ মলহোত্রার কাস্টম মেড শেরওয়ানিতে র্যাম্পে হাজির হন তিনি। পোশাকটিতে ভারতীয় পুরুষদের ঐতিহ্যবাহী রূপকে দেওয়া হয়েছে এক আধুনিক হাই-ফ্যাশন মাস্টারপিসে। হীরাখচিত কারুকাজ করা শেরওয়ানিটি মঞ্চের আলোকছটায় ঝলমল করছিল।
হাইনেক কলার, স্প্লিট নেকলাইন আর সামনে হীরার বোতাম বাড়িয়ে দিয়েছে পোশাকের আভিজাত্য। সবচেয়ে নজরকাড়া ছিল হাতে ১০ ইঞ্চি জুড়ে হীরার সূক্ষ্ম এমব্রয়ডারির কারুকাজ। সঙ্গে মানানসই ফ্লেয়ারড ট্রাউজার আর হাই হিলে ঐশ্বরিয়াকে দেখাচ্ছিল মোহনীয়।
এই পোশাকের মাধ্যমে মূলত ঐতিহ্য ও সমসাময়িকতার মেলবন্ধন ঘটিয়েছেন ডিজাইনার। আবার নারী–পুরুষের পোশাকের বিভেদরেখাও মুছে দেওয়ার প্রয়াস করেছিলেন মণীশ।
আর সঙ্গে অনুসঙ্গ হিসেবে মণীশ মলহোত্রা জুয়েলারির সিগনেচার ব্রোচ ঐশ্বরিয়ার লুককে করেছিল মনমুগ্ধকর।

ম্যাজেস্টিক রিগালিয়া কালেকশনের স্ট্যালিয়ন ব্রোচে হীরা আর পান্নার অপূর্ব কারুকাজ মুগ্ধ করে উপস্থিত সকলকে। কারুকাজটি তৈরি হয়েছে কারুশিল্পীর নিপুণতায়; সময় লেগেছিল প্রায় অনবদ্য ১হাজার ৫শত ঘণ্টা। এই আউটফিটের সঙ্গে ঐশ্বরিয়ার গ্ল্যাম লুককে আকর্ষণীয় করেছিল সমানভাবে। আর হীরার স্টাড, আংটি আর আইকনিক লাল লিপস্টিকের সঙ্গে ক্লাসিক উইংড আইলাইনারে তিনি হয়ে উঠেছেন মাধুরীময়।
