১৪, ১৮ ও ২৪ সালের মতো নির্বাচন হলে চরম দুর্ভোগ নেমে আসবে: পরওয়ার
খুলনা ব্যুরো
প্রকাশ: ১৩:১৪, ১৫ নভেম্বর ২০২৫
খুলনার জিরো পয়েন্টে মোটরসাইকেল শোভাযাত্রার উদ্বোধনকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “এবারের নির্বাচন যদি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের মতো হয়, তাহলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে।”
শনিবার (১৫ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন,
“আপনারা নিরপেক্ষ থাকুন, নির্বাচন স্বচ্ছ করুন। প্রত্যেক প্রার্থী যেন সমান সুযোগ পায়। অতীতে যারা দলের পক্ষ নিয়ে কাজ করেছে—ওসি, এসপি, ডিআইজি, কমিশনার—অনেকে পালিয়ে গেছে; ট্রাইব্যুনালে হাজির হচ্ছে। আপনারাও যদি একই অভিযোগে অভিযুক্ত হন, পালানোর পথ পাবেন না।”
পথসভায় সভাপতিত্ব করেন হরিণটানা থানা আমীর জি এম আব্দুল গফুর। অন্যান্যদের বক্তব্য দেন খুলনা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ, খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুনসি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুনসি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, গাউসুল আজম হাদীসহ সংগঠনের আরও নেতারা।
এ সময় খুলনা জেলা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ ফকির, সেক্রেটারি ইলিয়াস হোসাইনসহ বিভিন্ন উপজেলা ও থানার আমীর, সেক্রেটারি এবং স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রাটি খুলনার জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে গুটুদিয়া, ডুমুরিয়া, খর্ণিয়া, চুকনগর, আঠারোমাইল, রুদাঘরা, রঘুনাথপুর, শাহপুর, ধামালিয়া, জামিরা, ফুলতলা, দামোদর হয়ে শিরোমনি শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।
অংশগ্রহণকারী মোটরসাইকেল আরোহী ও সাধারণ মানুষ শোভাযাত্রায় উপস্থিত হয়ে পুরো এলাকা মুখরিত করে তোলে।
