আবার নির্বাচনে দাঁড়াতে পারব ভাবিনি- নেত্রকোনায় সংবর্ধনায় লুৎফুজ্জামান বাবর
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ১৭:৫৩, ১৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ০১:১৭, ১৫ নভেম্বর ২০২৫
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।ছবি: ফাইলফটো
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, ‘দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হয়ে আবারও নির্বাচন করতে পারব— এটা কখনো ভাবিনি।’
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে দলীয় মনোনয়ন ঘোষণার পর প্রথমবার নির্বাচনী এলাকায় ফেরার পথে নেত্রকোনা সদরের চল্লিশা এলাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এসময় বিএনপির এই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমার দল, নেত্রী বেগম খালেদা জিয়া এবং নেতা তারেক রহমান আমার প্রতি যে আস্থা রেখেছেন, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
তিনি জানান, তার নির্বাচনী এলাকা নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি)–এর হাওরপাড়ের মানুষ তার মুক্তি ও মনোনয়নের জন্য দোয়া করেছেন, রোজা রেখেছেন।
বাবর বলেন, ‘নেত্রকোনার মানুষ আমার জন্য যে দোয়া করেছে, সেই ঋণ আমি কোনোদিন ভুলতে পারব না।’
হাওর অঞ্চলের মানুষ তাকে আবার মন্ত্রী হিসেবে দেখতে চান— সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বাবর বলেন, ‘আগে আল্লাহর ইচ্ছা এবং আমার নেত্রী-নেতার সিদ্ধান্তেই আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছিলাম। ভবিষ্যতেও কী হবে, সেটা আল্লাহ এবং দলীয় নেতৃত্বই ঠিক করবেন। এ বিষয়ে আমার আলাদা কোনো মন্তব্য নেই।’
’
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ নিয়ে আমাদের মহাসচিব ইতিমধ্যে কথা বলেছেন। প্রধান উপদেষ্টার বক্তব্যের পর দল তাকে সাধুবাদ জানিয়েছে। সেটা আমার বক্তব্যও— আমিও তাকে সাধুবাদ জানাই।’
