তৃতীয় বিয়ে করলেন অমিতাভ রেজা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৮:৩৬, ১৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৮:৫০, ১৫ নভেম্বর ২০২৫
অমিতাভ রেজা ও মুশফিকা মাসুদ। ছবি:ফেসবুক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বেশ কয়েক মাস ধরে আছেন দেশের নির্মাতা অমিতাভ রেজা। সেখানে ‘সিনেমা পাঠশালা’ নামের একটি ভার্চ্যুয়াল স্কুল পরিচালনা করছেন।
শুক্রবার (১৪ নভেম্বর) জানা যায়, বিয়ে করতে যাচ্ছেন অমিতাভ। নিউইয়র্ক স্থানীয় সময় সকালে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন বর ও কনে। পাত্রী মুশফিকা মাসুদ, পেশায় চিত্রনাট্যকার ও পরিচালক। অমিতাভ ও মুশফিকা দুজনেই একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন তাদের বিয়ের বিষয়টি।
দুজনের যুগলবন্দি একটি ছবি ফেসবুকে পোস্ট করে অমিতাভ রেজা লিখেছেন, ‘কখনো সহযাত্রী, কখনো সহযোদ্ধা। কিন্তু কখনো ভাবিনি আমার থেকে ফাজিল কারও সাথে জীবন কাটাব। আহারে জীবন…।’

অমিতাভের সেই পোস্টে বিনোদন অঙ্গনের অনেকেই কমেন্ট করে শুভকামনা জানিয়েছেন। বিয়ের পর ম্যারিজ স্ট্যাটাস পরিবর্তন করে লিখেন 'ম্যারিড টু মুশফিকা মাসুদ'।
অমিতাম রেজা সম্পর্কে মুশফিকা মাসুদ বলেন, ‘অমিতাভ খুবই চমৎকার এবং অসাধারণ মেধাবী একজন মানুষ। দুর্দান্ত সিনেমা পরিচালক। সত্যি কথা বলতে, ও যেভাবে ভালোবেসেছে, কোনো বাঙালি এভাবে ভালোবাসতে পারে, তা সত্যিই অবিশ্বাস্য। ওর ভালোবাসাই আমাকে ভালোবাসতে শিখিয়েছে।’
মুশফিকা তার ফেসবুক পোস্টে অমিতাভকে নিয়ে লিখেছেন, ‘আমার আত্মার গভীরে একটাই মানুষ বিরাজমান... আর সে হলো তুমি জান।’
দুজনের একটি যুগল ছবি পোস্ট করে মুশফিকা লিখেছেন, ‘একসঙ্গে আমরা বিস্ময়করভাবে শক্তিশালী।’
সেই পোস্টের কমেন্টে অমিতাভ রেজা লিখেছেন, ‘তুমি আমার সৌন্দর্য, তুমি আমার জীবন… আমার চার্লি চ্যাপলিন।’
পাল্টা মন্তব্যে মুশফিকা লিখেছেন, ‘এবং তুমি আমার ওং কার-ওয়াই।’

অমিতাভ রেজার স্ত্রী মুশফিকা মাসুদ, যুক্তরাজ্যের লিভারপুল জন ম্যুরস ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক করেছেন। এরপর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেয়ারস্টেইন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা থেকে পোস্ট প্রোডাকশন নিয়ে পড়াশোনা করেছেন তিনি। সবশেষ, ব্রুকলিক কলেজ থেকে ফিল্ম প্রোডাকশন বিষয়েও পড়াশোনা করেছেন। তার বানানো ‘দ্য অ্যানিভার্সারি’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র যুক্তরাষ্ট্রের একটি উৎসবে ১০ হাজার ডলার পুরস্কার জিতে নেয়।
এটা অমিতাভ রেজার তৃতীয় বারের মতো বিয়ে। এর আগে অভিনয়শিল্পী নওরীন হাসান খান জেনী ও মিম রশিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। একটা সময়ে উভয়ের সঙ্গেই দাম্পত্য জীবনের ইতি টানেন তিনি।
