শাকিব খানের নতুন নায়িকা হানিয়া আমির!
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:৪৬, ১৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৮:৩৬, ১৫ নভেম্বর ২০২৫
শাকিব খান ও হানিয়া আমীর
ঢালিউড সুপারস্টার শাকিব খানের পরবর্তী সিনেমায় নায়িকা হিসেবে দেখা যেতে পারে পাকিস্তানের আলোচিত অভিনেত্রী হানিয়া আমিরকে। কয়েক মাস ধরেই এই গুঞ্জন ঘুরপাক খেলেও এবার যেন আনুষ্ঠানিকতার আভাস মিলেছে শাকিবের নিজের মুখেই।
গত সেপ্টেম্বরে একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে ঢাকায় আসেন হানিয়া আমির। সেই অনুষ্ঠানে তিনি মজা করে বলেছিলেন—“আমার মনে হয়, তোমরা শাকিব খানকে খুব পছন্দ করো। তাই আমারও পছন্দ শাকিব খান।”
এই মন্তব্যের পর থেকেই বিনোদন মহলে ঢেউ তোলে শাকিব–হানিয়া জুটির সম্ভাবনা।
গতকাল কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোটভাই নিজের ইউটিউব চ্যানেলে একটি নতুন ভ্লগ প্রকাশ করেন। সেখানে দেখা যায়, বনানীতে একটি ব্র্যান্ড শো-রুম উদ্বোধনী অনুষ্ঠানে শাকিবকে রাফসান বলেন—“আমার অনেকগুলো ব্লগ দেখলাম আপনার ফিউচার হিরোইন হানিয়ার সঙ্গে।”
জবাবে মুচকি হেসে শাকিব খান বলেন—“হ্যাঁ, একটা মুভির কথা হচ্ছে।”পাশ থেকে উপস্থিত কেউ জানতে চাইলে তিনি স্পষ্ট করেন— আলোচনার পর্যায়ে একটি সিনেমা রয়েছে।
বর্তমানে শাকিব খান ব্যস্ত রয়েছেন তার নতুন অ্যাকশনধর্মী সিনেমা ‘সোলজার’–এর শুটিং নিয়ে। এ ছবিতে তার বিপরীতে আছেন তানজিন তিশা ও জান্নাতুল ঐশী।
তবে হানিয়া আমিরকে নিয়ে যে ছবির কথা হচ্ছে, তার নাম বা ঘরানা সম্পর্কে এখনই কিছু জানাতে চাননি নায়ক।
ঢাকাই চলচ্চিত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও ‘ক্রস বর্ডার কাস্টিং’-এর সম্ভাবনা নিয়ে আলোচনা তুঙ্গে। অনেকেই বলছেন, হানিয়া আমিরের মতো জনপ্রিয় তারকা ঢালিউডে যুক্ত হলে বড় বাজেটের সিনেমায় নতুন মাত্রা যোগ হবে।
