দিলারা জামানকে কেন্দ্র করে সাত পর্বের ধারাবাহিক ‘দাদীর ভাগ’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫:২০, ১৪ নভেম্বর ২০২৫
দাদীর ভাগ নাটকের দৃশ্য
বাংলাদেশের জনপ্রিয় অভিনয়শিল্পী দিলারা জামানকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন সাত পর্বের ধারাবাহিক নাটক ‘দাদীর ভাগ’।
একজন দাদি, তার পারিবারিক টানাপোড়েন ও সম্পত্তিকে ঘিরে গড়ে ওঠা হাসি–কান্নার গল্পই এই ধারাবাহিকের মূল আকর্ষণ। খুব শিগগিরই 'জামিলস জু' নামের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার শুরু হবে।
ধারাবাহিকটির গল্প ভাবনা করেছেন অভিনেতা জামিল হোসেন। তার ধারণা থেকে গল্পটি চিত্রনাট্যে রূপ দিয়েছেন বিদ্যুৎ রায়, আর পরিচালনা করেছেন মাহফুজ ইসলাম।
‘দাদীর ভাগ’ নাটকে দেখা যাবে—মৃত্যুর আগে এক দাদা তার সব সম্পত্তি লিখে দেন দাদির নামে। আর সেই সম্পত্তি ভাগাভাগি নিয়ে পরিবারের মধ্যে যে টানাপোড়েন, বিরোধ, আবেগ ও সম্পর্কের পরীক্ষার মুহূর্ত তৈরি হয়—সেই নিয়েই এগিয়েছে নাটকের পর্বগুলো।
অভিনয়ে থাকা দিলারা জামান বলেন,“‘দাদীর ভাগ’ নাটকের গল্প খুবই মানবিক। কাজটি করতে আমার ভালো লেগেছে। ইউনিটের সবাই এত আন্তরিক ছিলেন যে, আমাকে কোনও কষ্ট পেতে হয়নি।”
চিত্রনাট্যকার বিদ্যুৎ রায় বলেন,“এটা ছোট সাত পর্বের নাটক হলেও বড় ধারাবাহিক হয়ে ওঠার মতো উপাদান এতে রয়েছে। গল্প লিখতে গিয়ে সত্যিই স্বস্তি পেয়েছি। দর্শক নাটকটি পছন্দ করবে বলে আশা করি।”
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন — জামিল হোসেন, মুনমুন আহমেদ মুন, নরেশ ভূঁইয়া, রেশমা আহমেদ, মম শিউলী, আমিন আজাদ, সূচনাসহ আরও অনেকে।
পরিচালক জানান, পারিবারিক ঘরানার এই নাটকে দর্শক একদিকে যেমন হাস্যরস পাবেন, অন্যদিকে পরিবারের বাস্তবতা ও মূল্যবোধের প্রতিফলনও দেখতে পাবেন।
