ব্রাজিলে নাৎসিবাদ সমর্থনের ইঙ্গিতও দিলে গ্রেপ্তার হবেন কানিয়ে ওয়েস্ট: সতর্ক কর্তৃপক্ষ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬:৩৭, ১৫ নভেম্বর ২০২৫
কানিয়ে ওয়েস্ট
বিশ্ববিখ্যাত র্যাপার ও গায়ক কানিয়ে ওয়েস্ট (Ye)-এর ব্রাজিল কনসার্ট ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। সাও পাওলোতে অনুষ্ঠেয় কনসার্টের আগে স্থানীয় কর্তৃপক্ষ কড়া হুঁশিয়ারি দিয়েছে—মঞ্চে তিনি যদি “নাৎসিবাদ বা হিটলারবাদকে সমর্থন করে এমন কোনো প্রকাশ্য মন্তব্য” করেন, তবে সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হবে।
সাও পাওলো রাজ্যের পাবলিক প্রসিকিউটরস অফিস জানিয়েছে, কনসার্ট চলাকালীন দাঙ্গা দমনকারী বাহিনী (Riot Police) পুরো সময় প্রস্তুত থাকবে। বিশেষ সতর্কতা হিসেবে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে—হেট স্পিচ আইন লঙ্ঘিত হলেই তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। শুধু কানিয়ে নয়, আয়োজক Guilherme Cavalcante ও Jean Fabrício Ramos—এই দুই প্রোমোটরও দায় এড়াতে পারবেন না; আইন ভাঙা হলে তাদেরও গ্রেপ্তার করা হবে।
ব্রাজিলের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম Metrópoles জানিয়েছে, কর্তৃপক্ষের এই কঠোর অবস্থানের কারণ কানিয়ের বিতর্কিত গান Heil Hitler, যা প্রকাশের পর থেকেই ব্যাপক সমালোচনার জন্ম দেয় এবং বিশ্বজুড়ে ক্ষোভ ছড়ায়।
কনসার্টের ভেন্যু নিয়েও রয়েছে অনিশ্চয়তা। শুরুতে ইন্টারলাগোস রেসট্র্যাকে আয়োজনের ঘোষণা দেওয়া হলেও গত মাসে সেটি বাতিল করা হয়। সাও পাওলো মেয়র রিকার্দো নুনেসও জানিয়েছেন—শহরের কোনো সরকারি স্থাপনা এমন বিতর্কিত অনুষ্ঠানের জন্য বরাদ্দ দেওয়ার পক্ষে তিনি নন।
মাসের শেষ দিকে কানিয়ের কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা। এরই মাঝে কঠোর নজরদারি ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে—সাও পাওলোতে এবার কোনো ধরনের উসকানিমূলক মন্তব্য মানতে নারাজ কর্তৃপক্ষ।
