বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, বিনিয়োগকারীদের মনে অনিশ্চয়তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯:৫৩, ১৪ নভেম্বর ২০২৫
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল। ছবি: সংগৃহীত
টানা এক সপ্তাহের ধারাবাহিক উত্থানের পর বিশ্ববাজারে স্বর্ণের দামে সামান্য পতন হয়েছে। ডিসেম্বরে ফেডারেল রিজার্ভ সুদের হার কমাবে কি না—এ নিয়ে রিজার্ভ কর্মকর্তাদের কঠোর মন্তব্য বিনিয়োগকারীদের মনে অনিশ্চয়তা তৈরি করেছে। সেই প্রভাবেই স্বর্ণের দামে উত্থানের গতি কমে আসে।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টা ৪৪ মিনিটে (গ্রিনিচ সময়) স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.১ শতাংশ কমে দাঁড়ায় আউন্সপ্রতি ৪ হাজার ১৬৬.৯১ ডলারে। যদিও সেশনের শুরুতে দাম উঠেছিল ৪ হাজার ২১১.০৬ ডলারে। সাপ্তাহিক হিসাবে এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে ৪.২ শতাংশ।
একই সময়ে ডিসেম্বর ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার ০.৬ শতাংশ কমে দাঁড়িয়েছে আউন্সপ্রতি ৪ হাজার ১৭০.১০ ডলারে।
এর আগে গত সোমবার স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১.২১ ডলারে পৌঁছায়—যা এ বছর এ মূল্যবান ধাতুর দাম ৬০ শতাংশের বেশি বাড়ার ইঙ্গিত দেয়। তবে মঙ্গলবার ৫.৩ শতাংশ কমে তা নেমে আসে ৪ হাজার ১৩০.৪০ ডলারে।
বিশেষজ্ঞদের মতে, ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা, বৈশ্বিক অর্থনীতির অস্থিরতা, দুর্বল মার্কিন ডলার, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয় এবং বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদের দিকে ঝোঁক—এসব কারণেই স্বর্ণের দাম শক্তিশালী অবস্থানে থাকে।
অ্যাক্টিভট্রেডস বিশ্লেষক রিকার্ডো ইভাঞ্জেলিস্তা বলেন, ‘সরকারি কার্যক্রম শাটডাউন শেষে পুনরায় শুরু হলেও নতুন অর্থনৈতিক তথ্যের অভাব এবং ডিসেম্বরে সুদের হার কমবে কি না—এই অনিশ্চয়তায় বিনিয়োগকারীরা দ্বিধায় আছেন। এতে স্বর্ণের দামের ঊর্ধ্বগতি কিছুটা সীমাবদ্ধ হয়েছে।’
ফেডের সুদের হার কমলে সাধারণত স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের চাহিদা বাড়ে। চলতি মাসে দ্বিতীয়বারের মতো সুদ কমালেও ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল আরও কমানো হবে কি না—তা স্পষ্ট করে বলেননি।
রয়টার্সের জরিপে ৮০ শতাংশ অর্থনীতিবিদ আশা করছেন, পরবর্তী ফেড বৈঠকে আবারও ২৫ বেসিস পয়েন্ট সুদ কমতে পারে—যা স্বর্ণের দাম আবারও রেকর্ড ছুঁতে সহায়তা করতে পারে।
এদিকে স্বর্ণের দাম কমলেও রুপার দাম বেড়েছে। শুক্রবার রুপার স্পট মূল্য ০.৮ শতাংশ বেড়ে দাঁড়ায় আউন্সপ্রতি ৫২.৬৮ ডলারে।
বাংলাদেশের বাজারে শুক্রবার (১৪ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকায়। বৃহস্পতিবারই (১৩ নভেম্বর) বাজুস প্রতি ভরিতে ৫ হাজার ২৪৮ টাকা বাড়িয়ে নতুন দাম ঘোষণা করে, যা আজ থেকে কার্যকর।
