পিঠা ও কবিতার সমন্বয়ে হেমন্ত বিকেল অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ১৮:৪৯, ১৫ নভেম্বর ২০২৫
পিঠা ও কবিতার সমন্বয়ে হেমন্ত বিকেল অনুষ্ঠিত ছবি: সমাজকাল
ব্রাহ্মণবাড়িয়ায় নান্দনিক আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পিঠা ও কবিতার সমন্বয়ে হেমন্তের বিকেল। শনিবার বিকেলে শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সাংস্কৃতিক সংগঠন সোনালী সকাল আয়োজিত চমৎকার কাব্যময় এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জনপ্রিয় শিক্ষক পারভীন আক্তার।
অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করেন সিলেট মুক্তাক্ষরের আবৃত্তিশিল্পী হিমেল মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়ার সাহিত্য একাডেমীর আবৃত্তিশিল্পী জাহান বুশরা,তিতাস আবৃত্তি সংগঠনের আবৃত্তিশিল্পী আশরাফি নাওমী,সোনালী সকালের আবৃত্তিশিল্পী তাবাসসুম মৃধা, রূপম সূত্রধর ও ফাহিম। শিল্পীদের নানা স্বাদের কবিতায় দর্শক শ্রোতাদের একঘন্টা মাতিয়ে রাখে।

অনুষ্ঠানে সোনালী সকালের সাধারণ সম্পাদক সানিউর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক দেওয়ান ফয়জুন্নাহার,নারী সংগঠক শামীমা সিকদার দীনা,কবি ও কথাসাহিত্যিক আমির হোসেন,তরী বাংলাদেশ আহবায়ক শামীম আহমেদ ও কবি রুদ্র মুহম্মদ ইদ্রিস। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মিলনায়তনের বাইরে বাহারি স্বাদের পিঠার কয়েকটি স্টল সকলকে আকৃষ্ট করে।
সোনালী সকালের সভাপতি ফাহিম মুনতাসীর জানান, বাঙালির প্রিয় পিঠার সাথে কবিতার উপস্থাপনের মাধ্যমে আমরা আমাদের সাংস্কৃতিক বিকাশের আন্দোলন সক্রিয় রাখার চেষ্টা করেছি।
অনুষ্ঠানে শ্রোতা হিসেবে উপস্থিত তিতাস আবৃত্তি সংগঠন সহকারী পরিচালক সুজন সরকার জানান,পিঠা ও কবিতার সমন্বয়ে সোনালী সকাল চমৎকার হেমন্ত বিকেল উপহার দিলেন। আবৃত্তিশিল্পীদের পরিবেশনা আমাদের মুগ্ধ করেছে।
