শাহজাহান চৌধুরীর পক্ষে শ্রমিক দলের লিফলেট বিতরণ ও দিকনির্দেশনা
উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ২১:৫৯, ১৪ নভেম্বর ২০২৫
উখিয়া উপজেলা শ্রমিক দলের উদ্যোগে লিফলেট বিতরণ ও দিকনির্দেশনা সভা। ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উখিয়া উপজেলা শ্রমিক দলের উদ্যোগে বিএনপি মনোনীত কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের প্রার্থী জননেতা শাহজাহান চৌধুরীর সমর্থনে লিফলেট বিতরণ ও দিকনির্দেশনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নূর হোটেলের তৃতীয় তলায় আয়োজিত এ কর্মসূচিতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট শ্রমিক দলের নেতাকর্মীদের মাঝে বিতরণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল মালেক মানিক। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আমিন। কর্মসূচিতে উখিয়ার আটটি ইউনিয়নের শ্রমিক দল কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতারা বলেন, ধানের শীষের প্রার্থী শাহজাহান চৌধুরীকে বিজয়ী করতে মাঠপর্যায়ে সংগঠনের ভূমিকাকে আরও সমন্বিত ও শক্তিশালী করতে হবে। এজন্য তৃণমূল পর্যায়ে শ্রমিক দলের সক্রিয়তা বাড়ানো, ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়া এবং কেন্দ্রঘোষিত কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
সভায় অংশ নেওয়া দায়িত্বশীলরা নির্বাচনী প্রচারণায় শ্রমিক দলের করণীয় বিষয়ক দিকনির্দেশনা প্রদান করেন। তারা বলেন, দেশের রাজনৈতিক পরিবর্তনের পথ সুগম করতে শ্রমিক দলের প্রতিটি ইউনিটকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আয়োজকরা জানান, ইউনিয়নভিত্তিক সংগঠনকে গতিশীল করা এবং সাধারণ ভোটারদের মধ্যে বিএনপির ৩১ দফা কর্মসূচি পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। সভায় শ্রমিক দলের স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ইউনিটের অসংখ্য কর্মী উপস্থিত ছিলেন।
