রোববার, ১৬ নভেম্বর ২০২৫

| ১ অগ্রাহায়ণ ১৪৩২

উখিয়ায় বিজিবির হাতে ৩৫ বোতল ফেনসিডিলসহ পাচারকারী গ্রেপ্তার

উখিয়া-টেকনাফ প্রতিনিধি 

প্রকাশ: ২২:৩২, ১৫ নভেম্বর ২০২৫

উখিয়ায় বিজিবির হাতে ৩৫ বোতল ফেনসিডিলসহ পাচারকারী গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ফেনসিডিলসহ এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে হোয়াইক্যং চেকপোস্ট এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে তাকে আটক করে বিজিবি সদস্যরা। তার কাছ থেকে খাকি কাগজে মোড়ানো মোট ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন—টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদার পাড়ার বাসিন্দা মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ পারভেজ (৩৫)।

বিজিবি সূত্রে জানা গেছে, ঢাকা থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী বাস হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে রুটিন তল্লাশি শুরু করে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা। সন্দেহজনক আচরণের কারণে পারভেজকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার বহন করা কালো রঙের একটি স্কুল ব্যাগ থেকে খাকি কাগজে মোড়ানো ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভেজ স্বীকার করে—ফেনসিডিলগুলো টেকনাফ এলাকায় বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন। এতে মাদক চক্রের সক্রিয় সদস্য হিসেবে তার সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানায় বিজিবি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন,“মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যাদেরই সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের আইনের আওতায় আনা হবে।”

টেকনাফ সীমান্তকে কেন্দ্র করে মাদক পাচারের প্রবণতা দীর্ঘদিন ধরে নিরাপত্তা বাহিনীর নজরদারিতে রয়েছে। সাম্প্রতিক সময়ে বিজিবি সীমান্ত ও অভ্যন্তরীণ রুটে তল্লাশি জোরদার করায় একাধিক পাচারকারী আটক এবং মাদক দ্রব্য উদ্ধার হয়েছে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

চাঁপাইনবাবগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে জামায়াতের মিছিল
আসিফ আকবরের ‘ফুটবল বিদ্বেষী’ বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন
বিশ্বমঞ্চের লাইমলাইট চুরি করেছেন ঐশ্বরিয়া রাই একাই…
তারেক রহমান ক্ষমতায় এলে রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত হবে
সীতাকুণ্ডে ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ৩ পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করল র‌্যাব-৭
আমরা ইউনূসের সনদ রিজেক্ট করেছি। আমরা জনতার সনদ তৈরি করব : সেলিম
রাজধানীতে নাশকতার প্রস্তুতি, নিষিদ্ধ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
সরকার দরদ দেখিয়েছে, দায় দেখায়নি’ — নাসীরুদ্দীন পাটওয়ারী
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, বিনিয়োগকারীদের মনে অনিশ্চয়তা
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় ৪ সপ্তাহ
জেনেভা ক্যাম্পে গোপন কারখানা থেকে ৩৫ ককটেল উদ্ধার
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু
বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ বাছাই নিশ্চিত করল পাকিস্তান
শয্যাশায়ী ধর্মেন্দ্রর ভিডিও ফাঁস তীব্র ক্ষোভে অমিতাভ–জয়া বচ্চন
হাসিনার রায় ঘোষণায় বিশৃঙ্খলা হলে দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর—আমির খসরু
রঙ্গনার ফুটেজ ফাঁস: ক্ষুব্ধ শাবনূর
‘তিন উপদেষ্টা সঠিক নির্বাচন বাধাগ্রস্ত করছেন’—অপসারণের দাবিতে ডা. তাহের
ক্যালিফোর্নিয়ার নতুন ভোটিং মানচিত্রে ‘ডেমোক্র্যাট সুবিধা’ মামলা করল ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট
একাধিক শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগে ঢাবি শিক্ষক এরশাদ হালিম আদালতে চালান
সুদান সংকট নিয়ে জাতিসংঘের উদ্বেগ বাড়ছে, আল-ফাশির ঘটনায় তদন্তের দাবি তীব্র