উখিয়ায় বিজিবির হাতে ৩৫ বোতল ফেনসিডিলসহ পাচারকারী গ্রেপ্তার
উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ২২:৩২, ১৫ নভেম্বর ২০২৫
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ফেনসিডিলসহ এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে হোয়াইক্যং চেকপোস্ট এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে তাকে আটক করে বিজিবি সদস্যরা। তার কাছ থেকে খাকি কাগজে মোড়ানো মোট ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন—টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদার পাড়ার বাসিন্দা মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ পারভেজ (৩৫)।
বিজিবি সূত্রে জানা গেছে, ঢাকা থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী বাস হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে রুটিন তল্লাশি শুরু করে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা। সন্দেহজনক আচরণের কারণে পারভেজকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার বহন করা কালো রঙের একটি স্কুল ব্যাগ থেকে খাকি কাগজে মোড়ানো ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভেজ স্বীকার করে—ফেনসিডিলগুলো টেকনাফ এলাকায় বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন। এতে মাদক চক্রের সক্রিয় সদস্য হিসেবে তার সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানায় বিজিবি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন,“মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যাদেরই সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের আইনের আওতায় আনা হবে।”
টেকনাফ সীমান্তকে কেন্দ্র করে মাদক পাচারের প্রবণতা দীর্ঘদিন ধরে নিরাপত্তা বাহিনীর নজরদারিতে রয়েছে। সাম্প্রতিক সময়ে বিজিবি সীমান্ত ও অভ্যন্তরীণ রুটে তল্লাশি জোরদার করায় একাধিক পাচারকারী আটক এবং মাদক দ্রব্য উদ্ধার হয়েছে।
