টেকনাফে অপহরণকারী চক্রের সন্দেহে দুইজন আটক
উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ০০:০১, ১৬ নভেম্বর ২০২৫
ছবি : সংগৃহীত
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় পরিচালিত এই অভিযানে টেকনাফ মডেল থানার কর্মকর্তা ওসি জায়েদ নুরের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়।
আটক ব্যক্তিরা হলেন—আবুল হাশেম (২৮): টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শিলখালী এলাকার ইসমাইলের ছেলে, মো. বেলাল (৩০): শামলাপুর এলাকার বদি আলম সওদাগরের ছেলে।
পুলিশ জানায়, এলাকায় সক্রিয় অপহরণকারী চক্রগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করে তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। সন্দেহজনক অবস্থায় দুজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ চলছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জায়েদ নুর বলেন,“অপহরণকারী চক্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যারা অপহরণে জড়িত, তারা যেই হোক—ধরা না পড়া পর্যন্ত অভিযান থামবে না।”
পুলিশ আরও জানায়, আটক দুজনকে গভীরভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপহরণ মামলার সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
