‘সুহৃদ’র দুর্গাপূজায় শারদীয় আমেজ…
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১৩:৫৪, ২২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০৩:০৩, ২৩ সেপ্টেম্বর ২০২৫

সনাতনীদের অন্যতম উৎসব দুর্গাপূজা। এবার ‘মা ত্রিনয়নী’ মর্তে আসবেন গজে। আর ফিরে যাবেন দোলায় চড়ে। তার গজে আগমন শুভ বার্তার ইঙ্গিত বহন করে। অর্থাৎ প্রাচুর্য, সমৃদ্ধি, শস্যপূর্ণ বসুন্ধরা ও শান্তির প্রতীক দেবী দুর্গার এবারের আগমন।
মর্তে দেবী দুর্গার সুখকর পদার্পণকে স্মরণীয় করতে ‘সুহৃদ’ এবারে এনেছে ভিন্নধর্মী আয়োজন। পূজার পোশাকে শরতের স্নিগ্ধতা ফুটিয়ে তুলতে দেশের অন্যতম ব্র্যান্ড ‘সুহৃদ’ নিয়ে এসেছে দেশীয় ঐতিহ্য এবং সংস্কৃতির মিশেলে নিত্যনতুন বাহারি ডিজাইনের পোশাক।
প্রধান নির্বাহী সৈকত ইসলাম বলেন, “নিত্যনতুন ট্রেন্ডি ডিজাইনের মিশেলে পোশাকে অনন্য মাত্রা যোগ করেছি এবারের পূজার কালেকশনে। চান্দেরী সিল্ক, সিল্ক, হাফসিল্ক, সুতিসহ বিভিন্ন কাপড়ের তৈরি আধুনিক ফ্যাশনেবল এবারের পোশাক।”
তিনি জানান, শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, ক্যাজুয়াল বা ফরমাল শার্ট, টি-শার্ট, পোলো শার্টসহ বর্তমান ট্রেন্ডের সঙ্গে মানানসই পোশাক। সাদা, লাল, কমলা, রয়্যাল ব্লু ও আরও বিভিন্ন ধরনের রঙ প্রাধান্য পেয়েছে পুজোর পোশাকে। উৎসব, ঋতু, সময়, ক্রেতার বয়স ও ক্রয় ক্ষমতাকে প্রাধান্য দিয়েই তৈরি পূজার পোশাকগুলো।
দেবী দুর্গার আগমনকে শরতের কাশফুলের দোলায় স্নিগ্ধতার পরশ বুলাতে প্রস্তুত ঢাকা থেকে দূরে বগুড়ার নবাব বাড়ি রোডের ‘সুহৃদ ফ্যাশন হাউস’।
সুহৃদের পোশাকগুলো কিনতে পারেন অনলাইনে সুহৃদের ফেসবুক পেইজে অর্ডার করে।
এ ছাড়া যোগাযোগ করতে পারেন +৮৮০ ১৫৫ ৪৮৫ ৫৩৮৪, +৮৮০ ১৭১ ৬০৬ ১৫১০ নাম্বারে।