রাজধানীর সূত্রাপুরে প্রকাশ্যে গুলিতে নিহত হয়েছেন আলোচিত আসামি তারিক সাঈদ মামুন। সোমবার দুপুরে ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে দুই দুর্বৃত্তের গুলিতে তিনি নিহত হন। মামুন ছিলেন সোহেল চৌধুরী ও সাঈদ আহমেদ টিপু হত্যা মামলার আসামি। পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ চলছে। পরিবারের দাবি, তিনি অপরাধ জগতের সঙ্গে যুক্ত ছিলেন না। ঘটনায় রাজধানীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।