মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

| ১২ কার্তিক ১৪৩২

আ.লীগ চেয়েছিল বিএনপিকে নিশ্চিহ্ন করতে: মঈন খান

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২১:৪৬, ২৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:১১, ২৭ অক্টোবর ২০২৫

আ.লীগ চেয়েছিল বিএনপিকে নিশ্চিহ্ন করতে: মঈন খান

আওয়ামী লীগ বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মঈন খান বলেন, আওয়ামী লীগ বিএনপিকে নিশ্চিহ্ন করতে গিয়ে এখন নিজেরাই নিশ্চিহ্ন হওয়ার পথে। গত ১৭ বছরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ১ লাখেরও বেশি মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছিল। বাংলাদেশের এমন কোনো এলাকা নেই যেখানে স্বৈরাচারী আওয়ামী লীগ মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের অত্যাচার, জুলুম করে করেনি।

বিএনপির এই নেতা আরও বলেন, আওয়ামী লীগ চেয়েছিল নেতাকর্মীদের ওপর জেল-জুলুম নির্যাতন করে এ দেশ থেকে বিরোধী দল বিএনপিকে নিশ্চিহ্ন করে দিতে। কিন্তু তাদের সেই অন্যায় অত্যাচারে বিএনপি নিশ্চিহ্ন হয়নি বরং এখন আওয়ামী লীগ নিশ্চিহ্ন হওয়ার পথে।

ড. মঈন খান বলেন, “পৃথিবীর ইতিহাসে দেখা গেছে, যারা নিরীহ মানুষের ওপর নির্যাতন চালিয়ে স্বৈরাচার কায়েম করতে চেয়েছে, তারা কেউ টিকে থাকতে পারেনি। আওয়ামী লীগও তার ব্যতিক্রম হবে না।”

অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ প্রসঙ্গে ড. মঈন খান বলেন, “আজকে অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছে, বিএনপি সেই সংস্কার তিন বছর আগেই শুরু করেছে। গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে ৩১ দফা সংস্কার প্রস্তাব আমরা দিয়েছিলাম। বিএনপি সেই সংস্কারে প্রতিজ্ঞাবদ্ধ, আমাদের কাউকে সংস্কার শেখাতে হবে না।”

সভায় সভাপতিত্ব করেন পলাশ উপজেলা যুবদলের আহ্বায়ক নিছার আহমেদ খান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, সহসভাপতি আওলাদ হোসেন জনি, সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাজী জাহিদ হোসেনসহ বিএনপি, যুবদল, মহিলা দল ও ছাত্রদলের স্থানীয় নেতারা।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
যুক্তরাষ্ট্রে টানা চার সপ্তাহ ধরে শাটডাউন বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
ত্রয়োদশ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২৭৬১ ও ভোটকক্ষ ২৪৪৬৪৯
‘শাপলা’ পাচ্ছে না এনসিপি অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহ পাকিস্তানের
নিউইয়র্কে আগাম ভোটে এগিয়ে মুসলিম মেয়রপ্রার্থী মামদানি
কার্যক্রম চলমান থাকবে, নভেম্বরের মধ্যে শেষ নয়
দুই দশক পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক শুরু
নয়াদিল্লি-বেইজিং উষ্ণতায় ফিরছে চালু হলো ভারত -চীন সরাসরি ফ্লাইট
উত্তরা থেকে মতিঝিল পুরো পথে মেট্রোরেল আবার চালু
গাজা উপত্যকায় নিহত জিম্মিদের মরদেহ উদ্ধারে মিশর–রেড ক্রসের অভিযান
ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ আজ করবে
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ আজ জমা দেওয়ার সম্ভাবনা
আশুলিয়ায় ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে সংঘর্ষ, বাসে আগুন
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত, সোমবার জমা
ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী