এবার জনগণই ভোট পাহারা দেবে: সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:৩০, ২৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:২২, ২৭ অক্টোবর ২০২৫
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ নিজেরাই ভোট পাহারা দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “বহু বছর পর জনগণ স্বাধীনভাবে ও উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পেতে যাচ্ছে। তাই এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা গৌণ, মুখ্য ভূমিকা পালন করবে ভোটাররা।”
সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
‘অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন: রাজনৈতিক দলের কাছে নাগরিক সমাজের প্রত্যাশা’ শীর্ষক এই গোলটেবিল বৈঠক যৌথভাবে আয়োজন করে অ্যাকশনএইড বাংলাদেশ ও প্রথম আলো।
বৈঠকে সালাহউদ্দিন আহমদ বলেন, “বিএনপির অঙ্গীকার ছিল— ফ্যাসিবাদের পতনের পর ঐকমত্যের ভিত্তিতে একটি জাতীয় সরকার গঠন করা হবে। ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান, বিচারব্যবস্থা, প্রশাসন ও গণমাধ্যম সংস্কারের জন্য একাধিক কমিশন গঠন করা হবে। অন্তর্বর্তী সরকারের কমিশনগুলো যেসব প্রস্তাব দিয়েছে, সেগুলো যথেষ্ট নয়। আমরা দায়িত্ব পেলে এসব কমিশন নতুন করে গঠন করব।”
তিনি আরও বলেন, “সংস্কার কমিশনগুলো গঠন করা হলে সেগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে। জনগণের প্রস্তাব যদি রাষ্ট্র ও গণতন্ত্রের জন্য উপকারী হয়, তা গ্রহণ করা হবে।”
