বয়স চল্লিশ পেরোতেই হাড়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বেড়ে যায়—বিশেষ করে মহিলাদের মধ্যে। অধিকাংশ মানুষই ধরে নেন, প্রতিদিন একটি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেলেই হাড়ের ক্ষয়রোধ সম্ভব। কিন্তু চিকিৎসকরা বলছেন, বিষয়টা এত সহজ নয়। হাড় মজবুত রাখতে হলে ক্যালসিয়ামের পাশাপাশি দরকার আরও কিছু গুরুত্বপূর্ণ উপাদান, নিয়মিত শরীরচর্চা, আর স্বাস্থ্যকর জীবনযাপন।