আজকের নগরজীবনে দূষণ, ধুলোবালি আর অস্থির আবহাওয়ার প্রভাবে ত্বকের ক্ষতি হওয়াটা খুবই স্বাভাবিক। তাই নিয়মিত ত্বকের যত্ন অপরিহার্য। তবে, যত্নে যদি ভারসাম্য না থাকে, তাহলে উপকারের বদলে ক্ষতি হওয়ার আশঙ্কাই বেশি। বিশেষজ্ঞরা বলছেন, ত্বকচর্চায় কিছু ভুল আমাদের অজান্তেই বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়।