বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

রূপটান করে ঘুমোচ্ছেন? অজান্তেই ত্বকের বড় ক্ষতি করছেন আপনি!

জীবনযাপন ডেস্ক

প্রকাশ: ১৪:৩৩, ৯ অক্টোবর ২০২৫

রূপটান করে ঘুমোচ্ছেন? অজান্তেই ত্বকের বড় ক্ষতি করছেন আপনি!

পোশাকের সঙ্গে মানানসই চোখের কাজল, গাঢ় লিপস্টিক, আর মুখজুড়ে নিখুঁত রূপটান—বাঙালি মেয়েদের সাজের অংশ হয়ে উঠেছে মেকআপ। বিশেষ করে কোনো অনুষ্ঠানে মেকআপ ছাড়া ভাবাই যায় না! কিন্তু যতটা যত্ন নিয়ে মেকআপ করা হয়, তুলতে গিয়ে দেখা যায় একেবারেই উল্টো আচরণ—অলসতা বা অবহেলা। আর এখানেই লুকিয়ে আছে ত্বকের বড় ক্ষতি।

রাত্রে মেকআপ না তুলে ঘুমোলে ত্বকের শত্রু কে?
ত্বকও মানুষের মতোই শ্বাস নেয়। দীর্ঘক্ষণ মেকআপে ঢাকা থাকলে রোমকূপ বন্ধ হয়ে যায়, ফলে ত্বকে জমে ময়লা, ঘাম ও তেল। এতে সহজেই দেখা দিতে পারে ব্রণ, ফুসকুড়ি ও ইনফেকশন।
আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, ত্বকের কোলাজেন উৎপাদন কমে যায়, ফলে ইলাস্টিন ভেঙে গিয়ে ত্বকে দ্রুত বলিরেখা পড়ে। অল্প বয়সেই দেখা দেয় বার্ধক্যের ছাপ।

চোখের মেকআপ না তুললে কী হতে পারে
চোখের আশপাশের অংশটি সবচেয়ে সংবেদনশীল। কাজল, মাসকারা বা আইশ্যাডো না তুলে ঘুমিয়ে পড়লে সেই রাসায়নিক পদার্থ চোখে ঢুকে সংক্রমণ ঘটাতে পারে। চোখ লাল হওয়া, চুলকানি, জ্বালাভাব বা প্রদাহের ঝুঁকি বাড়ে। পাশাপাশি চোখের নিচে ভাঁজ পড়ার আশঙ্কাও থেকে যায়।

লিপস্টিকের রঙে নয়, ঠোঁটে আসে কালচে ছাপ
অনেকেই ভাবেন লিপস্টিক তো ঠোঁট ঢেকে রাখে, ক্ষতি কী! কিন্তু সত্য হলো—লিপস্টিকের রঙে থাকা পিগমেন্ট ও রাসায়নিক পদার্থ দীর্ঘক্ষণ ঠোঁটে লেগে থাকলে স্বাভাবিক রঙ হারিয়ে কালচে হয়ে যায়। ঠোঁট হয়ে পড়ে শুষ্ক ও রুক্ষ।

ত্বককে নিঃশ্বাস নিতে দিন
ত্বকের যত্ন শুরু হয় ঘুমানোর আগেই। মেকআপ তুলতে মাইল্ড মেকআপ রিমুভার বা ক্লিনজিং অয়েল ব্যবহার করুন, এরপর ভালোভাবে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগান। নিয়মিত অভ্যাস গড়ে তুললে ত্বক থাকবে সতেজ, কোমল ও উজ্জ্বল।

 যত দামি প্রসাধনীই ব্যবহার করুন না কেন, রাতে মেকআপ না তুলে ঘুমোলে তার সব পরিশ্রমই বৃথা। তাই ত্বকের সৌন্দর্য ধরে রাখতে ‘বিউটি স্লিপ’-এর আগে ত্বককে অবশ্যই মেকআপমুক্ত করে দিন।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু