প্রজ্ঞাপন না এলে রাজপথে ফিরব
শাহবাগ অবরোধ তুলে নিলেন এমপিওভুক্ত শিক্ষকরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:৫৩, ১৫ অক্টোবর ২০২৫

বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা—এই তিন দাবিতে টানা আন্দোলনের পর শাহবাগ অবরোধ তুলে নিয়েছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরা। তবে তাদের দাবি বুধবার (১৫ অক্টোবর) এর মধ্যে বাস্তবায়ন না হলে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রার নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষকরা।
দুপুরের পর শাহবাগে অবস্থান নেওয়ার সময় শিক্ষকরা জানান, এবার আর কোনো প্রতিশ্রুতি নয়—প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অবস্থান থেকে সরে যাবেন না। শহীদ মিনার থেকে শাহবাগে মিছিল করে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দেয়, তবে তা ভেঙে অবস্থান নেন শিক্ষকরা। পরে বিকেলে তারা নতুন সময়সীমা ঘোষণা করে শহীদ মিনারের দিকে ফিরে যান, এতে শাহবাগে যান চলাচল স্বাভাবিক হয়।
রবিবার থেকে লাগাতার কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা। প্রতিদিন নতুন আলটিমেটাম দিলেও এখনো কোনো বাস্তব সমাধান না আসায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সরকারের আর্থিক সক্ষমতার ওপর নির্ভর করে ৫, ১০, ১৫ ও ২০ শতাংশ পর্যন্ত ভাড়া বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে।
আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ, “সরকার বারবার আশ্বাস দিলেও বাস্তবে কোনো প্রজ্ঞাপন জারি করছে না। শুধু সময়ক্ষেপণ করছে।” তাদের এই কর্মসূচির কারণে সারা দেশের বেশিরভাগ বেসরকারি স্কুলে ক্লাস বন্ধ রয়েছে।