অস্ট্রেলিয়ার সঙ্গে ইসির আলোচনা
এআই চ্যালেঞ্জে আন্তর্জাতিক সহযোগিতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:২৮, ১৫ অক্টোবর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সম্ভাব্য অপব্যবহার নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) ও অস্ট্রেলিয়া সরকারের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী ড. অ্যানি অ্যালির সঙ্গে ইসির এই বৈঠক অনুষ্ঠিত হয়।
ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, বৈঠকে উভয়পক্ষ নির্বাচনকালীন প্রযুক্তিগত ঝুঁকি, বিশেষ করে এআই–নির্ভর ভুল তথ্য ,ভুয়া প্রচারণা, এবং তথ্যের অপব্যবহার রোধে অভিজ্ঞতা ও কৌশল নিয়ে আলোচনা করেছে।
‘এআই ইন্টারভেনশন’ মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময়
ইসি সচিব বলেন, “অস্ট্রেলিয়ান মন্ত্রী মূলত সৌজন্য সাক্ষাতে এসেছিলেন, তবে নির্বাচন–সংক্রান্ত প্রস্তুতি, প্রযুক্তি ব্যবহারের ঝুঁকি এবং নির্বাচনী পরিবেশে এআই হস্তক্ষেপ বিষয়ে গভীর আলোচনা হয়। তারা জানিয়েছেন, তাদের দেশেও এ ধরনের চ্যালেঞ্জ বিদ্যমান। আমরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছি এবং তাদের অভিজ্ঞতা থেকেও শিখেছি।”
তিনি আরও বলেন, “আমরা এআই ইন্টারভেনশন, ফেক ইনফরমেশন, এবিউজ অফ ইনফরমেশন—এসব বিষয় নিয়ে কথা বলেছি। অস্ট্রেলিয়া জানিয়েছে, ভবিষ্যতে যদি সহযোগিতার সুযোগ থাকে, তারা সেটি বিবেচনা করবে।”
আন্তর্জাতিক সহায়তার আশ্বাস ও ‘ব্যালট’ প্রকল্প
বৈঠকে অস্ট্রেলিয়া পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)–সহায়তায় চলমান ‘ব্যালট’ প্রকল্পে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। ইসি সচিব বলেন, “ব্যালট প্রকল্পে অস্ট্রেলিয়া ইতিমধ্যে অংশীদার। ভবিষ্যতে অতিরিক্ত সহযোগিতার সুযোগ থাকলে তারা আগ্রহী।”
অস্ট্রেলিয়ার মন্ত্রী ড. অ্যানি অ্যালি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গেও আলাদাভাবে বৈঠক করেন। সেখানে ইসির পক্ষ থেকে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা, প্রযুক্তি ব্যবহারে সতর্কতা এবং এআই-জনিত ঝুঁকি মোকাবিলায় গৃহীত পদক্ষেপ তুলে ধরা হয়।