বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

আফগানিস্তান সীমান্তে ফের গোলাগুলি

২০ তালেবান নিহতের দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশ: ২০:৫৭, ১৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:১৪, ১৫ অক্টোবর ২০২৫

২০ তালেবান নিহতের দাবি পাকিস্তানের

বেলুচিস্তান সীমান্তে ফের রক্তক্ষয়ী সংঘর্ষে জড়াল পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান বাহিনী। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, আফগানিস্তানভিত্তিক তালেবান যোদ্ধারা বোলদাক সীমান্তে অতর্কিত হামলা চালায়, তবে তা সফলভাবে প্রতিহত করা হয়েছে।

এ বিষয়ে পাকিস্তানের জিও টিভি প্রতিবেদন প্রকাশ করেছে। 

দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, পাকিস্তানের সেনাদের পাল্টা অভিযানে অন্তত ১৫–২০ জন তালেবান নিহত হয়েছে।

আইএসপিআর সূত্রে আরও দাবি করা হয়েছে, নিহতের সংখ্যা ২৫ থেকে ৩০ পর্যন্ত হতে পারে এবং তালেবানদের অন্তত ছয়টি ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে।

গত সপ্তাহে আকস্মিক সংঘর্ষ থামার পর বুধবার ভোরে পুনরায় হামলা চালায় তালেবান। পাকিস্তান জানায়, বেলুচিস্তানের চারটি স্থানে সমন্বিতভাবে এই হামলা হয়। পাকিস্তানের সেনাদের পাল্টা জবাবে আফগান যোদ্ধারা পিছু হটে।

আইএসপিআর জানিয়েছে, তালেবানদের সঙ্গে ফিতনা আল-খাওয়ারিজ নামের জঙ্গি সংগঠনের সদস্যরাও ছিল। তারা খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম অঞ্চলে সেনা টহল চৌকিতে হামলার চেষ্টা করেছিল, তবে তা ব্যর্থ হয়। বর্তমানে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণভাবে পাকিস্তান সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করা হয়েছে।

ঘটনার পর সীমান্ত এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন