বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:২৬, ১৫ অক্টোবর ২০২৫

সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে: আইন উপদেষ্টা

রাজনৈতিক দলগুলো নিষ্ঠার সঙ্গে জুলাই সনদ নিয়ে আলোচনায় অংশ নিয়েছেন, এবং সেই নিষ্ঠার ধারাবাহিকতায় তারা সনদে সই করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমার মনে হয় সমস্ত রাজনৈতিক দল যে নিষ্ঠার সঙ্গে এ আলোচনায় অংশগ্রহণ করেছেন, তা প্রশংসনীয়। আমি জানি না তারা শেষ পর্যন্ত কী করবেন, তবে আমার ধারণা, সেই নিষ্ঠার ধারাবাহিকতায় সবাই জুলাই সনদে সই করবেন।”

জুলাই সনদ প্রসঙ্গে উপদেষ্টা আরও বলেন, “এটি হচ্ছে কনসেন্ট-ভিত্তিক (সম্মতিনির্ভর) একটি প্রক্রিয়া। মূল মতভেদ কেবল বাস্তবায়ন পদ্ধতি নিয়ে। আমার বিশ্বাস, শেষ পর্যন্ত সবাই সাইন করবে।”

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে ড. আসিফ নজরুল বলেন, “যখনই কোনো অন্তর্বর্তী সরকার থাকে, তখনই নির্বাচনকে ঘিরে শঙ্কা দেখা দেয়। তবে আমাদের সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন আয়োজনের বিষয়ে আমরা বদ্ধপরিকর। কোনো দ্বিতীয় চিন্তা বা বিকল্প পরিকল্পনা সরকারের আলোচনায় নেই।”

উল্লেখ্য, জুলাই সনদকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমঝোতার ইঙ্গিত দেখা যাচ্ছে। দলীয় প্রতিনিধিদের ধারাবাহিক বৈঠক ও আলোচনার মধ্য দিয়ে এ সনদে স্বাক্ষরকে সামনে রেখে চলছে প্রস্তুতি।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না: মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে: আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ: ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু