মিরপুরে আগুন: তদন্তে কমিটি, অর্থ সহায়তার ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:২৩, ১৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ২০:০৫, ১৫ অক্টোবর ২০২৫

রাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিকের একটি গুদাম ও পাশের পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লস্কার তাজুল ইসলামকে আহ্বায়ক করে গঠিত এ কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার (১৫ অক্টোবর) শ্রম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তদন্ত কমিটি অগ্নিকাণ্ডের কারণ, দায়ী ব্যক্তি ও সংস্থার ভূমিকা, ক্ষয়ক্ষতির পরিমাণ, এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়গুলো খতিয়ে দেখবে। এ ছাড়া তারা নিহত ও আহত শ্রমিকদের তালিকা প্রণয়ন, পরিদর্শন প্রক্রিয়ায় কোনো গাফিলতি ছিল কিনা তা যাচাই, কারখানার ঝুঁকি মূল্যায়ন এবং ঝুঁকি নিরসনের সুপারিশও করবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত প্রতিটি শ্রমিকের পরিবারকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে ২ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে। আহত শ্রমিকদের চিকিৎসা ব্যয়ের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে শাহ আলম কেমিক্যালের গুদামে আগুন লাগে, যা দ্রুত ছড়িয়ে পড়ে পাশের গার্মেন্টস কারখানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কেমিক্যালের ধোঁয়ার সঙ্গে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় চারপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলকর্মীদের পাশাপাশি স্থানীয়রাও উদ্ধারকাজে অংশ নেন।