বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

মিরপুরের আগুন

গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:৫৫, ১৪ অক্টোবর ২০২৫

গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার

মিরপুর রূপনগরে পোশাক কারখানার আগুন

রাজধানীর মিরপুরের রূপনগরে একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম সাংবাদিকদের জানিয়েছেন, মঙ্গলবার দুপুর পর্যন্ত ঘটনাস্থল থেকে নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও কয়েকজন দগ্ধ অবস্থায় উদ্ধার হয়েছেন, যাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, আগুন লাগা ভবনের দ্বিতীয় তলা থেকে সব মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

তিনি আরও জানান, আগুন লাগার খবর পেয়ে সকাল ১১টা ৫৬ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেমিক্যাল গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে, যা দ্রুত ছড়িয়ে পড়ে পোশাক কারখানার বিভিন্ন অংশে।

অগ্নিকাণ্ডের সময় ভবনের ভেতরে শ্রমিকরা কাজ করছিলেন। অনেকেই প্রাণ বাঁচাতে জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করেন। তবে ধোঁয়ায় দম বন্ধ হয়ে নয়জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

এদিকে আশপাশের এলাকা থেকে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে স্থানীয়রাও সহযোগিতা করেন।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন। আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ: ডব্লিউএইচও
বুধবার থেকে শুরু অনলাইন জামিননামা প্রক্রিয়া
শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু