মিরপুরের আগুন
নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে দেবে জামায়াত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:২৫, ১৫ অক্টোবর ২০২৫

রাজধানীর মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে দলের আমীরের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শনের পর এই ঘোষণা দেওয়া হয়।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিহতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে এক লাখ টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সংগঠনের দায়িত্বশীলদের নির্দেশ দেন।
ডা. শফিকুর রহমান বলেন,“এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। সরকার, সমাজের বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে।”
তিনি অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
ফায়ার সার্ভিস জানিয়েছে, মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে রূপনগর শিয়ালবাড়ি এলাকায় ওই অগ্নিকাণ্ডে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, কারখানার পাশে থাকা রাসায়নিকের গুদামে বিস্ফোরণের পর বিষাক্ত সাদা ধোঁয়া বা টক্সিক গ্যাস ছড়িয়ে পড়ে, যা ছিল প্রাণঘাতী। এই গ্যাসের সংস্পর্শেই অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটে।