মিরপুরে অগ্নিকাণ্ডে শোক প্রকাশ ইসলামী আন্দোলনের আমীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪২, ১৫ অক্টোবর ২০২৫

মিরপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। আজ (বুধবার) এক শোকবার্তায় তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেছেন। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিতে তিনি বলেন,“বাংলাদেশে প্রতিবছর অগ্নিকাণ্ডে অসংখ্য মানুষ প্রাণ হারান। দুর্ঘটনার পর সাময়িক তৎপরতা দেখা গেলেও অল্প সময়ের মধ্যেই তা থেমে যায়। অগ্নিপ্রতিরোধে বিদ্যমান আইনগুলোর বাস্তবায়ন হয় না, তদারকিও নেই। সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাবের কারণে নিয়ম মেনে কাজ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই অব্যবস্থাপনা ও গাফিলতির কারণেই নিরপরাধ মানুষের মৃত্যু ঘটছে বারবার। একটি সভ্য দেশে এমন পরিস্থিতি মেনে নেওয়া যায় না।”
তিনি আরও বলেন, “অগ্নিনিরাপত্তা এবং জননিরাপত্তা সংশ্লিষ্ট আইনগুলো পুনর্বিবেচনা করতে হবে। পাশাপাশি, সরকারকে অবশ্যই সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
তিনি নিহতদের পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণ, আহতদের নির্বিঘ্ন চিকিৎসা, এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।