বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

মিরপুরে অগ্নিকাণ্ডে শোক প্রকাশ ইসলামী আন্দোলনের আমীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৪২, ১৫ অক্টোবর ২০২৫

মিরপুরে অগ্নিকাণ্ডে শোক প্রকাশ ইসলামী আন্দোলনের আমীর

মিরপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। আজ (বুধবার) এক শোকবার্তায় তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেছেন। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।

বিবৃতিতে তিনি বলেন,“বাংলাদেশে প্রতিবছর অগ্নিকাণ্ডে অসংখ্য মানুষ প্রাণ হারান। দুর্ঘটনার পর সাময়িক তৎপরতা দেখা গেলেও অল্প সময়ের মধ্যেই তা থেমে যায়। অগ্নিপ্রতিরোধে বিদ্যমান আইনগুলোর বাস্তবায়ন হয় না, তদারকিও নেই। সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাবের কারণে নিয়ম মেনে কাজ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই অব্যবস্থাপনা ও গাফিলতির কারণেই নিরপরাধ মানুষের মৃত্যু ঘটছে বারবার। একটি সভ্য দেশে এমন পরিস্থিতি মেনে নেওয়া যায় না।”

তিনি আরও বলেন, “অগ্নিনিরাপত্তা এবং জননিরাপত্তা সংশ্লিষ্ট আইনগুলো পুনর্বিবেচনা করতে হবে। পাশাপাশি, সরকারকে অবশ্যই সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

তিনি নিহতদের পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণ, আহতদের নির্বিঘ্ন চিকিৎসা, এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না: মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে: আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ: ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু