চাকসু ভোটের ফল বৃহস্পতিবার: গণনায় লাগবে ৭–৮ ঘণ্টা
চবি প্রতিনিধি
প্রকাশ: ১৬:১৮, ১৫ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোট গণনা করতে প্রায় ৭ থেকে ৮ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের সদস্য ও আইটি সেলের প্রধান অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী।
বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “যেসব ব্যালটে ভোটাররা ভোট দেবেন, সেগুলো ইতোমধ্যেই মেশিনে প্রি-স্ক্যান করা হয়েছে। প্রায় ১ লাখ ৪০ হাজার ব্যালট পাতা আমরা পরীক্ষা করেছি, যাতে নিশ্চিত হওয়া যায়— প্রতিটি ব্যালট মেশিনে সঠিকভাবে পড়ছে।”
তিনি আরও বলেন, “মেশিনগুলো এমনভাবে প্রোগ্রাম করা আছে যে, কোনো বাইরের অচেনা ব্যালট ঢুকলে সেটি স্বয়ংক্রিয়ভাবে রিজেক্ট করবে। কারণ প্রতিটি বৈধ ব্যালটে আমাদের নির্দিষ্ট সিকিউরিটি কোড যুক্ত রয়েছে।”
অধ্যাপক সাইদুর রহমান জানান, ভোট গ্রহণ শেষে ওএমআর প্রযুক্তির মাধ্যমে ডাটা স্ক্যান করা হবে। “আমরা দ্বৈবচয়নের ভিত্তিতে কিছু ব্যালট হাতে পরীক্ষা করব, যাতে বোঝা যায়— মেশিন সঠিকভাবে কাজ করছে কি না।”
ফলাফল ঘোষণার সম্ভাব্য সময় নিয়ে তিনি বলেন, “যদি প্রায় ৮০ শতাংশ ভোট কাস্ট হয়, তাহলে স্ক্যানিং সম্পন্ন করতে অন্তত সাত ঘণ্টা সময় লাগবে। ভোট গ্রহণ শেষ হবে বিকেল সাড়ে ৪টায়, এরপর বক্সগুলো কেন্দ্রে পৌঁছাতে ও ব্যালটগুলো ২০০ করে গুনে প্রস্তুত করতে সাড়ে ৬টার আগে সম্ভব নয়। তারপর স্ক্যানিং শুরু হবে, সেক্ষেত্রে গণনা শেষ হতে রাত গভীর পর্যন্ত সময় লাগবে— এমনকি বৃহস্পতিবার সকালেও ফলাফল ঘোষণা হতে পারে।”
তিনি আরও যোগ করেন, “আমরা আগের দুই বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা মাথায় রেখে কাজ করছি, যেন কোনো প্রযুক্তিগত বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।”