বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

চাকসু নির্বাচনে সাড়ে চার ঘণ্টায় ৪০% ভোট 

চবি প্রতিনিধি

প্রকাশ: ১৪:৫৯, ১৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৬:২৬, ১৫ অক্টোবর ২০২৫

চাকসু নির্বাচনে সাড়ে চার ঘণ্টায় ৪০% ভোট 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রথম সাড়ে চার ঘণ্টায় ভোট পড়েছে প্রায় ১১ হাজার, যা মোট ভোটের ৪০ শতাংশ।

সকাল ৯টায় ভোট শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয়েছে সাড়ে ৯টায়। সে হিসেবে প্রথম সাড়ে ৪ ঘন্টা শেষ হয়েছে দুপুর ২টায়। ভোট শেষ হবে বিকেল ৪টায়। 
নির্বাচন কমিশনার জি এইচ হাবীব ভোটের এই তথ্য জানান।

চাকসুতে এবার ভোটার প্রায় ২৭ হাজার ৫১৬ জন। এর মধ্যে ছাত্রী ১১ হাজার ১৫৬ জন। নির্বাচনে লড়তে প্রার্থী হয়েছেন ৯০৮ জন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে মোট ২৬ পদে লড়ছেন ৪১৫ প্রার্থী। একই সঙ্গে ১৪টি হল ও একটি হোস্টেলে প্রার্থী হয়েছেন ৪৯৩ জন।

এখন পর্যন্ত কোন বড় ধরণের কোন বিশৃঙ্খলা বা অপ্রতিকর ঘটনা ঘটেনি। বলা চলে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীরা বেশ আগ্রহ নিয়ে ভোট কেন্দ্রে আসছেন ও ভোট দিচ্ছেন।

আরও পড়ুন