বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

সনদে সই করব কি না অনুষ্ঠানের দিন দেখতে পারবেন: তাহের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩:৫০, ১৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ০০:১২, ১৬ অক্টোবর ২০২৫

সনদে সই করব কি না অনুষ্ঠানের দিন দেখতে পারবেন: তাহের

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে বুধবার রাতে সাংবাদিকদের মুখোমুখি জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের ‘অতি জরুরি বৈঠক’ শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আগামী শুক্রবার জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তারা দাওয়াত পেয়েছেন এবং আশা করছেন অনুষ্ঠানে উপস্থিত হবেন। সনদে সই করবেন কি না, সেটা অনুষ্ঠানের দিন সবাই দেখতে পারবেন।

জাতীয় ঐকমত্য কমিশনের অতি জরুরি বৈঠক শেষে বুধবার (১৫ অক্টোবর) রাতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের নায়েবে আমির এ কথা বলেন।

আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘১৭ তারিখে (শুক্রবার) আমরা আশা করি, যাব। মাত্র এক দিন বাকি আছে, ওই দিন গেলেই ইনশা আল্লাহ দেখে ফেলবেন।’ কোনো অনিশ্চয়তা আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সে রকম অনিশ্চয়তা আমরা দেখি না।’

জামায়াতে ইসলামীর নায়েবে আমির জানান, আগে গণভোট করার কথা বলেছি। নভেম্বর মাসে গণভোটের প্রস্তাব করা হয়েছে। নভেম্বরে গণভোট হলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করার প্রস্তাব করা হয়েছে। জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে তাতে ভোট পড়ার হার কম হবে। কারণ, রাজনৈতিক দলের কর্মী–সমর্থকরা তাদের পছন্দের মার্কায় ভোট দিতে বেশি আগ্রহী থাকবেন। তখন গণভোটের গুরুত্বই থাকবে না। সে জন্য তারা গণভোট নভেম্বরে করার জন্য প্রস্তাব দিয়েছেন।

আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, ঐকমত্য কমিশনকে তারা বলেছেন, যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে এবং কমিশন সিদ্ধান্ত দিয়েছে, সেগুলো একটি প্যাকেজ করে একটি প্যাকেজেই গণভোট হতে হবে।

আরও পড়ুন